ইংরেজি বাক্য গঠন পদ্ধতি ( How to write English sentence)
বাক্য গঠন পদ্ধতি
ছোট বাক্য থেকে কিভাবে বড় বাক্য লিখা যায় তা ধারাবাহিকভাবে দেখব।
Pattern 1: Subject+ Verb ( আগে Subject পরে Verb)
১) আমি পড়ি- I read.
২) সে খেলে - He plays.
৩) সে ঘুমায় - He sleeps.
Pattern 2: Subject+ Verb + Object
১) গরু দুধ দেয়- The cow gives milk.
২) বালিকাটি চা তৈরি করে- The girl makes tea.
৩) কালাম বই পড়ে - Kalam reads book.
৪) আমরা ফুটবল খেলব- We shall play football.
৫) সে বই পড়ে - He reads book.
Pattern 3: Subject+ Verb + preposition যুক্ত Object
-এ,য় বিভক্তি শব্দের সাথে থাকলে in/at হয়।
১) মেয়েগুলি পুকুরে সাঁতার কাটতেছে- The girls are swimming in the pond.
(পুকুরে- in the pond)
২) ছাত্ররা শ্রেণীকক্ষে আছে - The students are in the classroom.
৩) সে চট্টগ্রামে থাকে - He lives in Chattogram.(চট্টগ্রামে- in Chattogram)
৪) আমি এক ঘন্টার মধ্যে ফিরে আসব- I shall come back in an hour.
৫) পাখিরা আকাশে উড়ে - Birds fly in the sky.
৬) আমি কাজে নিমগ্ন ছিলাম- I was engaged in work.
৭) সে মিরপুরে থাকে - He lives at Mirpur.
৮) সে ডেমরায় জন্মগ্রহণ করে - He was born at Demra.
৯) আমরা রাতে ঘুমাই- We sleep at night.
১০) সে দরজায় দাড়িয়েছিল- He stood at the door.
Note: বড় স্থানের পূর্বে in বসে এবং ছোট সময় ও স্থানের পূর্বে at বসে।
No comments