Header Ads

Header ADS

Present Participle বিষয়ক Translation

 Present Participle

হাসিতে হাসিতে, হাসিয়া হাসিয়া, কাঁদিতে কাঁদিতে ইত্যাদি অসমাপিকা ক্রিয়ার translation - এ Present Participle হয়। এইরূপ ক্রিয়া দ্বারা যদি কাজের ভংগি না বুঝাইয়া সময় বুঝায়, তবে Present Participle এর পূর্বে while শব্দটি বসাতে হয়।

১) মেয়েটি হাসিতে হাসিতে আমার দিকে আসিল - The girl came to me laughing.

২) কুকুরটি লেজ নাড়িতে নাড়িতে প্রভূর কাছে গেল - The girl went to its master shaking its tail.

৩) আমি তাকে গান গাইতে দেখলাম - I saw him singing.

৪) ছেলেটি দৌড়াইয়া আমার দিকে আসিল- The boy came to me running.

৫) বালিকাটি নাচিতে নাচিতে চলিয়া গেল - The girl went away dancing.

৬) সে ঘুমাইয়া কথা বলে - He talks while sleeping.

৭) সে খাইয়া, গল্প করিয়া এবং ঘুমাইয়া কাটায়- He spends his time eating, gossiping and sleeping.

৮) সে কেঁদে কেঁদে বলল- He said weeping.

৯) এই বলিয়া রাজা বৃদ্ধকে তাড়াইয়া দিলেন - Saying this, the king drove away the old man.

১০) ঘরে প্রবেশ করে, আমি বাতিটি জ্বালালাম- Entering the room, I lit the lamp.

১১) চুল বিক্রি করিয়া ডেলা জীমের জন্য বড়দিনের পুরস্কার কিনল - Selling hair, Della bought Christmas gift for Jim.


Perfect Participle

( Having+ verb এর past participle)


এই বলিয়া রাজা বৃদ্ধকে তাড়াইয়া দিলেন - Having said this, the king drove away the old man.


No comments

Powered by Blogger.