প্রাসঙ্গিক টেকনিক্যাল ( লেকচারার প্রাণিবিদ্যা)
মান : ৬০ বিষয় কোড: ১০৫
( প্রার্থীদেরকে যে কোন ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে )
১. ক. একটি আদর্শ প্রাণী কোষের অংঙ্গাণুসমূহের নাম লিখুন। উত্তর: এখানে
খ. কোষ প্রাচীরের কাজসমূহ বর্ণনা করুন। উত্তর: এখানে
গ. একটি আদর্শ স্নায়ু কোষের সংক্ষিপ্ত বিবরণ দিন। উত্তর: এখানে
২. ক. পলিমরফিজম ও মেটাজেনেসিস বলতে কি বুঝায় ?
খ. মেটামরফোসিস, টরশন ও ডিটরশন --- উদাহরণসহ ব্যাখ্যা করুন।
৩. ক. Speciation কি ? ব্যাখ্যা করুন।
খ. Adaptive diversity এবং Adaptive radiation ব্যাখ্যা করুন।
৪. ক. Protocooperation ও Mutualism কি ? ব্যাখ্যা করুন। উত্তর: এখানে
খ. উদাহরণসহ Cannibalism ও Commensalism এর সংজ্ঞা দিন। উত্তর : এখানে
৫. ক. ’জীন ধারণা’ বলতে কি বুঝেন ?
খ. মিউটেশন কিভাবে ঘটে ?
গ. পয়েন্ট মিউটেশনজনিত নির্দিষ্ট রোগ বর্ণনা করুন।
৬. ক. জীববৈচিত্র্যের গুরুত্ব বর্ণনা করুন। উত্তর: এখানে
খ. বাংলাদেশের জীববৈচি্ত্র্যের প্রধান হুমকিসমূহ বর্ণনা করুন।
৭. ক. ‘ El nino ' ও ' La nino ' কেন হয় ?
খ. EIA এর গুরুত্বসহ সংজ্ঞা দিন।
৮. নিচের যে কোনো চারটির উপর টিকা লিখুন।
ক. বায়োসেফটি;
খ. জি. এম খাদ্য;
গ. জুনোটিক ডিজিজ;
ঘ. পরজীবিতা;
ঙ. ‘ অগ্রাধিকার আইন’ ;
চ. পপুলেশন;
১৬ তম বেসরকারী প্রভাষক নিবন্ধনের লিখিত পরীক্ষার প্রশ্ন -২০১৯
পরিক্ষার তারিখ :
NTRC কলেজ প্রভাষক পদের প্রশ্ন
বিষয়: প্রাণিবিদ্যা বিষয় কোড: ৪১৫
পদের নাম: প্রভাষক
সময় - ৩ ঘন্টা পূর্ণমান: ১০০
ক বিভাগ- রচনামূলক প্রশ্ন
১. ক. কর্ডাটার প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করুন। উত্তর: এখানে ৩
খ. Annelida পর্বকে শ্রেণি পর্যন্ত শ্রেণীবিন্যাস করুন । প্রতিটি শ্রেণীর তিনটি করে বৈশিষ্ট্য ও একটি করে উদাহরণ বৈজ্ঞানিক নাম) লিখুন। ১২
অথবা,
Ascariasis কী ? Ascaris lumbricoides এর জীবন ইতিহাস ও রোগতত্ত্ব বিশদভাবে বিবৃত করুন।(চিত্রসহ) ৩+১২=১৫
২. ক. নামসহ মেন্ডেল এর সূত্র দুটি লিখুন। ৬
খ. মানুষের রক্তের গ্রুপের সাহায্যে Multiple allele প্রপঞ্চটি ব্যাখ্যা করুন। ৯
অথবা
ক. পেপটাইড বন্ধন কী ?
থ/ রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে ইনসুলিন উৎপাদন কৌশল বর্ণনা করুন।
৩. ক. সাভানা বায়োমের বৈশিষ্ট্যগুলো লিখুন ।
খ. একটি পুকুরের বাস্তুতন্ত্রের সচিত্র বর্ণনা দিন। উত্তর:। এখানে
অথবা
ক. Green house effect কী ? Green house gas গুলোর নাম লিখুন। ২+৩=৫
খ. মানব স্বাস্থ্যের উপর পানি ও বায়ুদূষণের প্রভাবগুলো বর্ণনা করুন। ৫+৫= ১০
৪. ক. গ্যামেটোজেনেসিস কাকে বলে ?
খ. উওজেনেসিস প্রক্রিয়াটির সচিত্র বর্ণনা দিন ।
অথবা
বন্যপ্রাণীর সংজ্ঞা দিন। বাংলাদেশের বন্যপ্রাণীর সুষ্ঠূ ব্যবস্থাপনায় বিদ্যমান কার্যক্রমগুলো আলোচনা করুন। ৩+১২=১৫
৫. ক. ইনসিটু ও এক্সসিটু সংরক্ষণ কাকে বলে ?
খ. তুত রেশম পোকা পালনের একটি সংক্ষিপ্ত বর্ণনা দিন।
অথবা
ক. মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কেন ?
খ. DNA -র প্রতিরুপ সৃষ্টির প্রক্রিয়াটি বর্ণনা করুন।
খ- বিভাগ- সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
৬. একটি প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করুন। উত্তর : এখানে
অথবা
জীবাণূর নামসহ মশাবাহিত একটি রোগের নাম ও তার প্রতিকার সম্পর্কে লিখুন।
৭। Carp এর সংজ্ঞা দিন। তিনটি Exotic Carp এর সাধারণ ও বৈজ্ঞানিক নাম লিখুন।
অথবা
বৃক্কের এককের চিহ্নিত চিত্র আকুন।
৮। DNA -র রাসায়নিক গঠন বর্ণনা করুন। উত্তর: এখানে
অথবা
একটি আদর্শ পুকুরের অজীব ও জীবজ উপাদানগুলোর বর্ণনা দিন।
৯। বিস্তৃতিসহ মানুষের বিভিন্ন প্রকার Race এর নাম লিখুন।
অথবা
মাছের প্রণোদিত প্রজনন সম্পর্কে লিখুন।
১০। সেন্টমার্টিনে Ecotourism এর সম্ভাবনা বিশ্লেষণ করুন।
অথবা
বিকিরণের এককগুলোর সংজ্ঞাসহ উল্লেখ করুন।
১৫ তম বেসরকারী প্রভাষক নিবন্ধনের লিখিত পরীক্ষার প্রশ্ন -২০১৯
পরিক্ষার তারিখ : ২৭ জুলাই ২০১৯
NTRC কলেজ প্রভাষক পদের প্রশ্ন
বিষয়: প্রাণিবিদ্যা বিষয় কোড: ৪১৫
পদের নাম: প্রভাষক
সময় - ৩ ঘন্টা পূর্ণমান: ১০০
ক বিভাগ --- রচনামূলক প্রশ্ন
১। (ক) প্রজাতি কাকে বলে ? ২
(খ) Platyhelminthes পর্বের সাধারণ বৈশিষ্ট্যসমূহ লিখুন । তিনটি করে বৈশিষ্ট্য ও একটি করে উদাহরণসহ ( বৈজ্ঞানিক নাম) Platyhelminthes পর্বকে শ্রেণী পর্যন্ত শ্রেণীবিন্যাস করুন। ৩+১০ = ১৩
অথবা,
(ক) পুরুষ ও স্ত্রী Ascaris এর মধ্যে পার্থক্য লিখুন। ৩
(খ) Entamoeba histolytica -র জীবন ইতিহাস ও রোগতত্ত্ব বিশদভাবে বিবৃত করুন। ১২
২। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস কী ? এটি মেন্ডেলের কোন সূত্রের ব্যতিক্রম, তা উদাহরণসহ ব্যাখ্যা করুন। ৩+১২=১৫
অথবা
(ক) আণবিক কাচি কী ?
(খ) মাইক্রো ইনজেকশান পদ্ধিতিতে ট্রান্সজেনিক প্রানী উৎপাদন প্রক্রিয়া ও এর গুরুত্ব লিখুন।
৩। (ক) মহাদেশীয় সঞ্চারণের কারণসমূহ উল্লেখ করুন। ৫
(খ) অস্ট্রেলিয়ান অঞ্চলের সীমারেখা, পাখি ও স্তন্যপায়ী প্রাণিকূলের বর্ণনা দিন্। ১০
অথবা
(ক) মূত্র কী ? মূত্রের উপাদানগুলোর নাম লিখুন। ২+৩=৫
(খ) মানুষের মূত্র তৈরির প্রক্রিয়া বর্ণনা করুন। ১০
৪। (ক) কাকে ‘মিশ্র গ্রন্থি ‘ বলা হয় এবং কেন ? ৩
( খ) আমিষ জাতীয় খাদ্যের পরিপাক প্রক্রিয়া বর্ণনা করুন। ১২
৫। (ক) বাংলাদেশে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ তিনটি চিংড়ির বৈজ্ঞানিক নাম লিখুন । ৩
( খ) বাংলাদেশে মাৎস্য সম্পদ অবনতির কারনগুলো ব্যাখ্যা করুন। ১২
অথবা
(ক) জীববিজ্ঞানে আদর্শবিচ্যূতির ব্যবহার সম্পর্কে লিখুন। ৫
( খ) পাখির উড্ডয়ন অভিযোজন বিশদভাবে বর্ণনা করুন্। ১০
খ বিভাগ- সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
৬। প্রাণী কোষের ‘ আত্মঘাতী থলে’ কোনটি ? এর কাজ লিখুন। ৫
অথবা
লিথাল জীন কী ? উদাহরণসহ ব্যাখ্যা করুন।
৭। স্তন্যপায়ী প্রাণীর জলজ অভিযোজনিক বৈশিষ্ট্যগুলো উল্লেখ করুন। ৫
অথবা
জীবজ নিয়ন্ত্রণে পতঙ্গের ভূমিকা উল্লেখ করুন।
৮। বর্ণান্ধ বাবা ও বর্ণান্ধ মা এর কী স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন সন্তান হওয়া সম্ভব ? যুক্তি দিয়ে আপনার উত্তর ব্যাখ্যা করুন।
অথবা
সহজাত আচরণের সংজ্ঞা দিন ও এর বৈশিষ্ট্যগুলো লিখুন। ৫
৯। বহি: ভ্রুনীয় পদার্থগুলোর নাম ও কাজ উল্লেখ করুণ। ৫
অথবা
বিভিন্ন প্রকার রেডিয়েশন এর বর্ণনা দিন।
১০) সংজ্ঞাসহ পরিমিত ব্যবধান এর সুবিধা ও অসুবিধাগুলো লিখুন। ৫
অথবা
মানবস্বাস্থ্যের উপর বায়ু দূষনের প্রভাব আলোচনা করুন।
১৪ তম বেসরকারী প্রভাষক নিবন্ধনের লিখিত পরীক্ষার প্রশ্ন -২০১৮
পরিক্ষার তারিখ : ২০১৮
NTRC কলেজ প্রভাষক পদের প্রশ্ন
বিষয়: প্রাণিবিদ্যা বিষয় কোড: ৪১৫
পদের নাম: প্রভাষক
সময় - ৩ ঘন্টা পূর্ণমান: ১০০
ক বিভাগ : রচনামূলক প্রশ্ন
১. ক. দ্বিপদ নামকরণ বলতে কি বুঝায় ? ২
খ. Vertebrata উপপর্বকে তিনটি শনাক্তকারী বৈশিষ্ট্য ও একটি উদাহরণসহ (বৈজ্ঞানিক নাম) শ্রেণী পর্যন্ত শ্রেণিবিন্যাস করুন। ১৩
অথবা
ক. বিভিন্ন প্রকার রোগ সংক্রমণের ক্ষেত্রে মশার ভূমিকা উল্লেখ করুন। ৫
খ. মাছের অভিপ্রায়ন বর্ণনা করুন। ১০
২. ক. নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইড বলতে কি বুঝায় ? ৩
খ. প্রোটিন সংশ্লেষণ প্রক্রিয়ার বর্ণণা করুন। ১২
অথবা
ক. রিকম্বিনেন্ট DNA কী ? ২
খ. জিন প্রকৌশল প্রক্রিয়ায় রিকম্বিনেন্ট DNA তৈরির ধাপসমূহ চিত্রসহ বর্ণনা করুন। ১৩
৩. ক. বাংলাদেশ যে প্রাণিভৌগোলিক অঞ্চলের অন্তর্ভুক্ত তার উপ-অঞ্চলগুলোর সীমানা উল্লেখ করুন। ৮
খ. কোন প্রাণিভৌগোলিক অঞ্চল “পক্ষীকূলের মহাদেশ” বলে অভিহিত এবং কেন ? উল্লেখ করুন। ৭
অথবা
ক. বায়োম ও বায়োমাস বলতে কি বুঝায় ? ৩
খ. তুন্দ্রা বায়োম ও মরুভূমির বায়োমের প্রাণিকূলের বিবরণ প্রদান করুন। ১২
৪. বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব ও পদ্ধতিগুলো বর্ণনা করুন। ১৫
অথবা
ক. Shrimp ও Prawn এর মধ্যে তুলনা করুন। ৩
খ. বাংলাদেশে চিংড়ি চাষের অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করুন। ১২
৫. ক. বিস্তার পরিসরের পার্থক্য লিখুন। ৩
খ. ৮০ টি বিভিন্ন প্রকার ছোট মাছের ওজন (গ্রাম) ও গনসংখ্যার উপাত্ত নিম্নরুপ। পরিমিত ত্রুটিসহ পরিমিত ব্যবধান নির্ণয় করুন: ১২
ওজন (গ্রাম) |
৩১-৪০ |
৪১-৫০ |
৫১-৬০ |
৬১-৭০ |
৭১-৮০ |
৮১-৯০ |
৯১-১০০ |
পদসংখ্যা |
১ |
২ |
৫ |
১৫ |
২৫ |
২০ |
১২ |
অথবা
ক. Pest কী ? বৈজ্ঞানিক নামসহ তিনটি Pest এর নাম লিখুন। ৫
খ. ঔষধ হিসেবে ও জীবজ দমনে প্রাণীর ব্যবহার আলোচনা করুন। ১০
খ - বিভাগ - সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
৬. অসম্পূর্ণ প্রকটতা ব্যাখ্যা করুন। ৫
অথবা
বিভিন্ন প্রকার বাস্তুতান্ত্রিক পিরামিডের বর্ণনা দিন।
৭. সেন্টমার্টিন দ্বীপের কেস স্টাডির বর্ণনা দিন। ৫
অথবা
কন্টিনেন্টাল ডিস্ট মতবাদটি উল্লেখ করুন।
৮. খাদ্য পরিপাকে মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থির ভূমিকা উল্লেখ করুন। ৫
অথবা
মানব বৃক্কের অন্তর্গঠনের চিহ্নিত চিত্র দিন।
৯. তিনটি জার্মিনাল স্তরের পরিণতি বর্ণনা করুন। ৫
অথবা
স্পারমাটোজেনেসিস ও উওজেনেসিসের মধ্যে পার্থক্য লিখুন।
১০. সহজাত আচরণ কী ? মাকড়সার সহজাত আচরণ বর্ণনা করুন। ৫
অথবা
মঙ্গোলয়েড ও ককেশয়েড রেস মানুষের স্বকীয় চারিত্রিক বৈশিষ্ট্যের পার্থক্য লিখুন।
১৩ তম বেসরকারী প্রভাষক নিবন্ধনের লিখিত পরীক্ষার প্রশ্ন-২০১৬
NTRC কলেজ প্রভাষক পদের প্রশ্ন
বিষয়: প্রাণিবিদ্যা বিষয় কোড: ৪১৫
পদের নাম: প্রভাষক
সময় - ৩ ঘন্টা পূর্ণমান: ১০০
ক বিভাগ : রচনামূলক প্রশ্ন
১. ক. দ্বিপদ নামকরণ ও ত্রিপদ নামকরণ বলতে কি বোঝেন ? ৩
খ. তিনটি বৈশিষ্ট্য ও একটি করে উদাহরণসহ (বৈজ্ঞানিক নাম ) মলাস্কা পর্বকে শ্রেণি পর্যন্ত শ্রেণীবিন্যাস করুন। ১২
অথবা
ক. প্যাথোজেনিক ও নন-প্যাথোজেনিক পরজীবী বলতে কি বোঝেন ? ৩
খ. Entamoeba histolitica এর জীবন-চক্রের বর্ণনা করুন এবং এর রোগতাত্ত্বিক দিকগুলো উল্লেখ করুন। ১২
২. ক. দুটি করে বৈশিষ্ট্য ও একটি করে উদাহরণসহ প্রধান প্রধান অমেরুদন্ডী প্রাণীর পর্বগুলোর নাম লিখুন। ৮
খ. কঠিনাস্থি মাছ এবং কোমলাস্থি মাছের মধ্যে পার্থক্যগুলি ছক আকারে লিখুন। ৭
অথবা
ক. তিনটি জলজ স্তন্যপায়ী প্রানীর নাম ( বৈজ্ঞানিক নাম ) লিখুন। ৩
খ. বাংলাদেশে ইলিম মাছের মাইগ্রেশন পদ্ধতিটি বর্ণনা করুন এবং ইলিশ সংরক্ষণে সরকার কর্তৃক গৃহি ত পদক্ষেপগুলোর উপর মতামত লিখুন। ১২
৩. ক. ক্লোন প্রাণী ও ট্রান্সজেনিক প্রাণীর মধ্যে পার্থক্য লিখুন। ৩
খ. মাইক্রোইনজেকশন পদ্ধতি ব্যবহার করে ট্রান্সজেনিক প্রানী সৃষ্টির কৌশল বর্ণনা করুন। ১২
অথবা
ক. Genetic engineering এর সংজ্ঞা দিন। ৩
খ. Genetic engineering পদ্ধতি ব্যবহার করে নতুন জীব সৃষ্টির কৌশল বর্ণনা করুন। ১২
৪. ক. সহজাত আচরণ বলতে কি বোঝান ? ৩
খ. DNA অণূর অনুলিপি গঠন পদ্ধতির চিহ্নিত চিত্রসহ বর্ণনা করুন। ১২
অথবা
ক. অগ্ন্যাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন ? ৩
খ. মানবদেহে পরিপাকের শারীরবৃত্তীয় বিষয়টি বর্ণনা করুন। ১২
৫. ক. বন্যপ্রাণী বলতে কি বোঝেন ? তাদের সংরক্ষণ গুরুত্ব লিখুন।
খ. বন্যপ্রাণী সংরক্ষণের জন্য সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো যথেষ্ট মনে করেন কি ? এ বিষয়ে আপনার মতামত লিখুন। অরো কি কি পদক্ষেপ নেয়া যায় বলে আপনি মনে করেন ? ১০
অথবা
ক. আইসোটোপ ও রেডিওআইসোটোপ বলতে কি বোঝেন ? ৫
খ. বিভিন্ন প্রকার রেডিয়েশনের মানুষের অর্থনৈতিক জীবনে কিভাবে প্রভাব ফেলে বর্ণনা করুন। ১২
খ - বিভাগ - সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
৬. শ্রেণিবিন্যাস ও সনাক্তকরণের মধ্যে পার্থক্য লিখুন। ৫
অথবা
পাখির উড্ডয়নের অভিযোজনগুলো কি কি ?
৭. গ্রিন হাউস প্রতিক্রিয়া সম্পর্কে বর্ণনা দিন।
অথবা
জলজ বাস্তুতন্ত্রের সজিব উপাদানের বিবরণ দিন।
৮. বাংলাদেশ যে প্রাণিভৌগোলিক অঞ্চলের অন্তর্ভুক্ত তার সীমানা এবং উপ- অঞ্চলগুলোর নাম উল্লেখ করুন। ৫
অথবা
বিস্তৃতিসহ মানুষের বিভিন্ন Race এর নাম লিখুন।
৯. বাংলাদেশে চিংড়ি চাষের সম্ভাবনা সম্পর্কে লিখুন। ৫
অথবা
কার্প মাছের প্রণোদিত প্রজনন ( Induced spawning ) সম্পর্কে বর্ণনা করুন।
১০. Standard Deviation ( পরিমিত ব্যবধান ) এর সংজ্ঞা দিন এবং জীব-পরিসংখ্যানে এর ব্যবহার উল্লেখ করুন।
x = ৩ ৫ ৭ ৮ ৬
y = ২ ৩ ৬ ৪ ২
১২ তম বেসরকারী প্রভাষক নিবন্ধনের লিখিত পরীক্ষার প্রশ্ন-২০১৫
NTRC কলেজ প্রভাষক পদের প্রশ্ন
বিষয়: প্রাণিবিদ্যা বিষয় কোড: ৪১৫
পদের নাম: প্রভাষক
সময় - ৩ ঘন্টা পূর্ণমান: ১০০
ক বিভাগ : রচনামূলক প্রশ্ন
১. ক.Urochordata ও Cephalochordata পর্বের মূল বৈশিষ্ট্যগুলি লিখুন । ৫
খ. উপপর্ব Vertebrata - কে একটি উদাহরণ ( বৈজ্ঞানিক নাম ) ও তিনটি সনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করে শ্রেণি পর্যন্ত শ্রেণিবিন্যাস করুন। ১০
অথবা
ক. অভিযোজন বলতে কি বোঝেন ?
খ. মাছের অভিপ্রায়ন বর্ণনা করুন।
No comments:
Post a Comment