Header Ads

Header ADS

Protocooperation ও Mutualism কি ? ব্যাখ্যা করুন।

 প্রশ্ন:  Protocooperation ও  Mutualism কি ? ব্যাখ্যা করুন।

উত্তর: 

প্রটোকপারেশন (Protocooperation) : যখন  দুটি ভিন্ন প্রজাতির জীব একসাথে  থেকে উভয়ই উপকৃত হয় । তবে এরুপ সম্পর্ক নিবিড় নাও হতে পারে অর্থাৎ বাধ্যতামূলক নয়। উদাহরণসরুপ পশ্চিম ফ্লোরিডার উপকূলের নিকটবর্তী দ্বীপে এক ধরনের গাছের নিচু ডালে বক ( Heron)  বাসা বেধে ডিম পাড়ে। ঐ সময় গাছের গোড়ায় সাপ এসে জড়ো হয়। কারণ বক মাছ খাওয়ার সময় যে দু-চারটি মাছ গোড়ার চারপাশের মাটিতে পড়ে থাকে তা সাপ ভক্ষণ করে। অন্যদিকে শিকারী অন্য কোন প্রানী সাপের কারণে গাছে আহরণ করতে না পারায় বকের ডিম ও বাচ্চা রক্ষা পায়। এরুপ বক ও সাপের মধ্যে সম্পর্ক হচ্ছে এক ধরনের Protocooperation । আরেকটি উদাহরণ হচ্ছে- Crocodile bird কুমিরের দাতের ফাকে আটকানো জোক তুলে খাদ্য হিসেবে গ্রহণ করে। এতে কুমীর পাখির কোন ক্ষতি করে না। কুমীরও জোক মুক্ত হয়। ফলে উভয়ই উপকৃত হয়।

 মিউচুয়ালিজম ( Mutualism ): সহযোগীদের উভয়ই একে অন্যের দ্বারা উপকৃত হয়।

যেমন, মৌমাছি প্রজাপতি, পোকামাকড় প্রভূতি ফুলের মধু আহরণের জন্য ফুলে ফুলে উড়ে বেড়ায় এবং বিনিময়ে ফুলের পরাগায়ন ঘটে। অনেক পাখি এবং বাদুড় ফল খেয়ে বাঁচে এবং মলত্যাগের সাথে ফলের বীজও ত্যাগ করে । এভাবে বীজের স্থানান্তর হয় এবং উদ্ভেদের বিস্তার ঘটে। এ বীজ নতুন গাছ সৃষ্টিতে সাহায্য করে।

 একটি শৈবাল এবং একটি ছত্রাক সহাবস্থান করে লাইকেন গঠন করে। ছত্রাক বাতাস থেকে জলীয় বাষ্প সংগ্রহ এবং উভয়ের ব্যবহারের জন্য খনিজ লবণ সংগ্রহ করে। অপরদিকে শৈবাল তার ক্লোরোফিলের মাধ্যমে নিজের জন্য এবং ছত্রাকের জন্য শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। 

রাইজোবিয়াম (Rhizobium) ব্যাকটেরিয়া শিমজাতীয় উদ্ভিদের ( Leguminous) শিকড়ে অবস্থান করে গুটি (Nodule) তৈরি করে এবং বায়বীয় নাইট্রোজেনকে সেখানে সংবন্ধন করে। ব্যাকটেরিয়া এই নাইট্রোজেন সহযোগী শিম উদ্ভিদকে সরবরাহ করে এবং বিনিময়ে সহযোগী উদ্ভিদ থেকে শর্করা জাতীয় খাদ্য পেয়ে থাকে।

পারস্পারিক জীবীতা (Mutualism) এক ধরনের ধনাত্মক সম্পর্ক। এক্ষেত্রে উভয় প্রজাতি  এক অপরের দ্বারা উপকৃত হয়।পূর্বে এ সম্পর্ককে মিথোজীবিতা (Symbiosis) বলে অভিহিত করা হত। 


প্রশ্ন: মিথোজীবিতা কি?

উত্তর : উদাহরণসরূপ সবুজ শৈবাল ( Zoochlorella) ও Chlorohydra viridisima -র মধ্যে স্থাপিত সম্পর্ক ।



 

No comments

Powered by Blogger.