ক. কর্ডাটার প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করুন। অথবা কর্ডাটা পর্বের প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করুন।
ক. কর্ডাটার প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করুন। অথবা কর্ডাটা পর্বের প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করুন।
উত্তর: যেসব প্রাণিদের জীবনের কোন না কোন পর্যায়ে পৃষ্ঠ-মধ্যরেখা বরাবর দন্ডাকার ও স্থিতিস্থাপক “ নটোকর্ড ” থাকে তাকে কর্ডাটা বলে।
কর্ডাটার প্রধান বৈশিষ্ট্য বা পর্ব Chordata-র বৈশিষ্ট্য:
১. ভ্রুনাবস্থায় অথবা আজীবন কর্ডেটের পৃষ্ঠ-মধ্যরেখা বরাবর দন্ডাকার ও স্থিতিস্থাপক নিরেট নটোকর্ড থাকে। উন্নত প্রাণিদের পূর্নাঙ্গ অবস্থায় এটি মেরুদন্ড দিয়ে প্রতিস্থাপিত হয়। এসব প্রাণিকে তখন মেরুদন্ডী প্রাণী (Vertebrate) নামে অভিহিত করা হয়।
২. নটোকর্ডের ঠিক উপরে লম্ব অক্ষ বরাবর ফাঁপা, নলাকার, স্নায়ুরজ্জু বা নার্ভকর্ড থাকে। মেরুদন্ডী প্রাণীদের ক্ষেত্রে নটোকর্ডটি পরিবর্তিত হয়ে সম্মুখ প্রান্তে মস্তিষ্ক ও পশ্চাতে সুষুম্নাকান্ড গঠন করে।
৩. জীবনের যে কোন দশায় বা আজীবন কর্ডেটে গলবিলের দুপাশে কয়েক জোড়া ফুলকা রন্ধ্র (gill slits) থাকে ( উন্নত কর্ডেটে ফুলকা রন্ধ্রের বিলোপ ঘটে)।
৪. কর্ডেটে হৃদপিন্ড অঙ্কীয়দেশে অবস্থান করে।
৫. মেরুদন্ডীদের দুজোড়া পাশ্বপদ থাকে যা অন্ত:কঙ্কালে অবলম্বিত হয়।
৬. এদের পায়ু-উত্তর পেশল স্থিতিস্থাপক লেজ অবস্থিত। অনেক ক্ষেত্রে এটিও পরবর্তীতে বিলীন হয়ে থাকে।
৭. কর্ডেটের খন্ডায়ন দেহপ্রাচীর, মস্তিষ্ক ও লেজে সীমাবদ্ধ থাকে, সিলোম পর্যন্ত পৌছায় না।
No comments