বিজ্ঞানী অলভার গুলস্ট্রেন্ড (Allvar Gullstrand)
অলভার গুলস্ট্রেন্ড (Allvar Gullstrand)
১৯১১ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পান। ১৮৬২ সালে সুইডেনে জন্ম গ্রহন করেন। চোখের লেন্সের উপর গবেষণা করে এই পুরস্কার লাভ করেন। আমাদের দৃষ্টি গঠিত হয় বাইরের জগৎ থেকে চোখের লেন্সের মাধ্যমে আলো প্রবেশ করে তা থেকে যা পরবর্তীতে চোখের পশ্চাতে তা ছবিতে রুপান্তর করে। এখানে চোখের ফটোসেনসেটিভ রেটিনা কোষগুলো আলোকে দৃশ্যমান ইন্দ্রীয় বোধ সম্পন্ন ছবিতে রুপান্তর করে়। চোখের মধ্যে দিয়ে আলোকরশ্মির গমন এবং কিভাবে একটি ছবি তৈরি হয় তা একটি জটিল হিসাব-নিকাষ। কারণ চোখের চেন্সের বিভিন্ন সূত্রে আলো বিভিন্ন কৌণে প্রবেশ করে । এছাড়া লেন্সের আকার পরিবর্তন হয়। ১৮৯০ সালে আলভার গুলস্ট্রান্ড উচ্চতর গণিত ব্যবহার করে এ সমস্যার সমাধান করেন।
No comments