Header Ads

Header ADS

বিজ্ঞানী উইলহেম উয়েন (Wilhelm Wien)

 


বিজ্ঞানী উইলহেম উয়েন (Wilhelm Wien)

 ১৯১১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। ১৮৮৪ সালে রাশিয়ায় জন্ম গ্রহন করেন। তেজস্ক্রিয় বিক্রিয়ায় উৎপন্ন তাপের বিষয়ে গবেষণার জন্য এই পুরস্কার পান। যখন একটি সম্পূর্ণ কালো বস্তুকে তাপ দেয়া হয়, তখন এটি দৃশ্যমান আলো এবং অন্যান্য বৈদ্যুতিক চৌম্বকীয় তেজস্ক্রিয় আলো নির্গত করে। এই আলোকগুচ্ছের তেজস্ক্রিয়তা সম্পূর্ণ রুপে বস্তুটির তাপমাত্রার উপর নির্ভর করে।এটা কি দিয়ে তৈরি তার উপর নির্ভর করে না। ১৮৯৩ সালে উইলহেম উয়েন একটি সূত্র আবিষ্কার করেন যার সাহায্যে তেজস্ক্রিয়তা ফলে উৎপন্ন আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের তীব্রতা জানা যায় এবং কোন তাপমাত্রায় এই তেজস্ক্রিয়তা ঘটে তা জানা যায়।যদিও এটি বড় তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ১৯০০ সালে ম্যাক্স প্ল্যাঙ্ক এ বিষয়ে আরও বিস্তারিত গবেষণা করে আরও ভালো সূত্র প্রদান করে।

No comments

Powered by Blogger.