Header Ads

Header ADS

ছাত্র-ছাত্রীদের স্থায়ী সমস্যার চিরস্থায়ী মুক্তি চাই

 


ছাত্র-ছাত্রীদের স্থায়ী সমস্যার চিরস্থায়ী মুক্তি চাই

বর্তমান সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন উপদেষ্টা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক থেকে নিয়োগ প্রাপ্ত। এছাড়া বর্তমান অন্তবর্তীকালীন সরকার ছাত্রদের প্রতি অত্যন্ত আন্তরিক দৃষ্টিভঙ্গি রাখে বলে মনে করি।

এমতাবস্থায়, ছাত্রবাস এবং ছাত্রীবাসগুলোতে ছাত্র-ছাত্রীরা যাতে রাজনৈতিক অত্যাচার থেকে বেচে নির্বিঘ্নে লেখাপাড়া চালিয়ে যেতে পারে তা নিশ্চিত করা, ছাত্রাবাস-ছাত্রীবাসে খাবারের মান উন্নয়ন করা এবং গণরুমের সংস্কৃতিকে চিরতরে বিদায় জানানোর এখনই উপর্যুক্ত সময়। এখন না হলে আর কখনো সম্ভব না।

যে সকল বিষয়ে অধ্যয়ন করে ছাত্রছাত্রীরা চাকরী পাচ্ছে না সেসব বিষয়কে শিক্ষাক্রম থেকে বাতিল করা প্রয়োজন।

কেবল সেসকল বিষয়ে অধ্যয়ন প্রয়োজন যা পড়ে তারা হয়ত চাকরীজীবী হবে এবং উদ্যোক্তা হবে। তবে শিক্ষকের মত পেশা যারা চাকুরীজীবী বা উদ্যোক্তার মধ্যে পড়ে না তাদের জন্য আলাদা শিক্ষা কার্যক্রম চালু করা যায়। যাদের লক্ষ শিক্ষক হবে। আসলে কোন কোন সেক্টরে কত লোক লাগবে আর কোন কোন বিষয়ে কতলোক পড়বে তা নির্ধারণ জরুরী। বেকারমুক্ত দেশ গড়ার জন্য গবেষণা প্রয়োজন এবং উদ্যোগ প্রয়োজন।

No comments

Powered by Blogger.