Header Ads

Header ADS

সরকারি চাকরিতে যোগদানের সময় মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের জন্য করণীয়

 সরকারি চাকরিতে যোগদানের জন্য সিভিল সার্জন অফিস থেকে ফিটনেস পরীক্ষা করতে হয়। এসময় যেসব পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন অফিসে জমা দিতে হয় সেগুলো হলো:

1) Dope test

2) X-ray chest PA view

3) HBsAG

4) Blood group 

5) ECG 




এই পরীক্ষাগুলো করাতে সরকারী হাসপাতালে খরচ সাধারণত

Dope test ( 900tk), X-ray chest PA view (200 Tk), HBsAG( 100tk), Blood group ( 100 Tk), ECG ( 80 Tk)

Total= 1380 Tk

এছাড়া ট্রেজারী চালান বাবদ ১১৫ টাকা জমা দিতে হয়।

সর্বমোট = ১৪৯৫ টাকা নীট‌ খরচ হয়।

বেসরকারি হাসপাতালে এ পরীক্ষাগুলো করালে দ্বিগুণ খরচ হয়ে থাকে।

No comments

Powered by Blogger.