ফরেস্ট রেঞ্জার/ওয়াইল্ড লাইফ সুপারভাইজার পদের mcq প্রশ্নের সমাধান - ২০২২
পরীক্ষার তারিখ: ০১/০২/২০২২
পদের নাম: ফরেস্ট রেঞ্জার (Forest Ranger ) / ওয়াইল্ড লাইফ সুপারভাইজার ( Wild Life Supervisor)
পরীক্ষার ধরন : mcq
১) কোনটি মাইক্রোনিউট্রিয়েন্ট নয়?
উত্তর: সালফার।
২) পঞ্চম বারের মত নেপালের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন- শের বাহাদুর দেউবা।
৩) বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ' শেষের কবিতা' একটি-- উপন্যাস।
৪) পৃথিবীর বৃহত্তম বন কোনটি?
উত্তর: এ্যামাজান ফরেষ্ট।
৫) ' Was he hurt bad ?' The word ' bad' in this sentence is a/an ---- adverb.
৬) কী ভেদে ক্রিয়ার রূপের পার্থক্য হয় না? -- বচনভেদে।
৭) কত ডেসিবেলের অধিক মাত্রার শব্দ পরিবেশকে দূষিত করে?
--- ৬০ ডেসিবেল।
৮) প্রবাল কোন ফাইলামের প্রাণী?
উত্তর: Cnidaria
৯) চর্যাপদে কতজনের রচনার সন্ধান পাওয়া যায়?
উত্তর: ২৪ জনের।
১০) ক্রিস্টিয়ান রোনালদোর বর্তমান ক্লাব কোনটি? - ম্যানচেস্টার ইউনাইটেড।
১১) সবুজপত্র পত্রিকার সম্পাদকের নাম কি?
উত্তর: প্রথম চৌধুরী।
১২) শহীদ বুদ্ধিজীবী দিবস কবে?
উত্তর: ১৪ ডিসেম্বর ।
১৩) পৃথিবীতে সবচেয়ে বড় মাছ কোনটি ?
উত্তর: তিমি হাঙ্গর।
১৪) Fill in the blank: Which is ----- of the two?
Answer: the cheaper.
১৫) মুরগী কী জাতীয় শব্দ ?
উত্তর: ফারসি।
১৬) পৃথিবীর কোন দেশে বাঘ নাই?
উত্তর:
১৭) Dogs bark, what do horses do?
Answer: Neigh.
১৮) সমগ্র পৃথিবীতে কয় শ্রেণীর মাটি আছে?
১৯) পদ্মা সেতুর দৈর্ঘ্য কত ?
উত্তর: ৬.১৫ কি. মি।
২০) মুজিব নগর সরকার গঠিত হয় ?
উত্তর: ১৭ এপ্রিল ১৯৭১
২১) The Taj Mahal is a --
উত্তর: mausoleum.
২২) Correct spelling: accommodation
২৩) যে মহাদেশে লং ফিশ (Lungfish) পাওয়া যায়?
উত্তর: দক্ষিণ আমেরিকায়।
২৪) LAN এর পূর্ণ রূপ ?
উত্তর: Local Area Network.
২৫) বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কোন তফসিলে উল্লেখিত আছে?
উত্তর: ৭ম তফসিলে।
২৬) কোনটি বন অধিদপ্তরের ঘোষনা অনুসারে সংরক্ষিত এলাকা?
২৭) টাইগার হিল কোথায় অবস্থিত?
উত্তর: দার্জিলিং।
২৮) Chondrichthyes এর ত্বকে কোন ধরনের আইশ থাকে?
উত্তর: প্লাকয়েড।
২৯) কোন প্রকার বনে করচ গাছ (Dalbergia reniformis) পাওয়া যায়?
উত্তর: মিঠা পানির জলাভূমির বন।
৩০) সমগ্র বাংলাদেশকে কয়টি ট্রাক্ট (Tract) এ ভাগ করা হয়েছে?
৩১) কোনটি পাতার মাধ্যমে জনন সম্পন্ন করে?
উত্তর: পাথরকুচি।
৩২) প্রাথমিক রং কোনটি?
উত্তর: সবুজ।
৩৩) বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি?
উত্তর: শর্মিষ্ঠা।
৩৪) বিশ্ব পরিবেশ দিবস কোনটি?
উত্তর: ৫ জুন।
৩৫) মৃত্তিকা গঠনের সাথে কয়টি মৃত্তিকা গঠনকারী নিয়ামক জড়িত ?
৩৬)' মৃন্ময়ী' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের চরিত্র ?
উত্তর: সমাপ্তি।
৩৭) কোন বিভাগে হাতি সমৃদ্ধ বন নাই?
উত্তর: খুলনা।
৩৮) জীবের দ্বী-পদ নামকরণ প্রবর্তন করেন ?
উত্তর: Linnaeus
৩৯) Kranz অ্যানাটমি কোথায় পাওয়া যায় ?
উত্তর: ধান।
৪০) কোন আলোতে সবচেয়ে বেশী সালোকসংশ্লেষণ সংঘটিত হয় ?
উত্তর: লাল আলোতে।
৪২) নিম্নের কোন করোটিক স্নায়ু পেশী সঞ্চালনের সাথে সম্পর্কিত ?
উত্তর: Trochlear
৪৩) pH ( পিএইচ) এর স্কেল কত থেকে কত ?
উত্তর: ০-১৪
৪৪) গভীর জলে বস
৪৫) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কোনটি ?
উত্তর: কপালকুণ্ডলা।
৪৬) কোনটি লোনা পানির মাটিতে জন্মায় না?
উত্তর: acacia
৪৭) Choose the right option:
' The exam ----- before I reached the hall'.?
Answer: had started
৪৮) মাটির জৈব কার্বনের পরিমাণ নির্ণয় করার সবচেয়ে প্রচলিত পদ্ধতি কোনটি ?
উত্তর: ওয়াকলি এন্ড ব্লাক ওয়েট অক্সিডেশন পদ্ধতি।
৪৯) শ্রীরামপুর মিশন থেকে প্রথম মাসিক সংবাদপত্র কোনটি ?
উত্তর: দিকদর্শন।
৫০) Kyoto protocol কিসের সাথে সম্পর্কিত ?
উত্তর: পরিবেশ।
৫১) বাংলাদেশের NBCSAP যে বিষয়ের সাথে সম্পৃক্ত -
উত্তর: জীববৈচিত্র সংরক্ষণ ।
৫২) বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে ?
উত্তর: হামিদুর রহমান।
৫৩) কোনটি ইন- সিটু সংরক্ষণের উদাহরণ ?
উত্তর: বণ্যজীব অভয়ারণ্য।
৫৪) রয়েল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম কোনটি ?
উত্তর: Panthera tigris.
৫৫) হিউমাসে কার্বন এবং নাইট্রোজেনের অনুপাত ( C:N ratio ) হলো -
উত্তর: ১০:১
৫৬) কোন বিজ্ঞানীর মতে ফ্লাজেলার মত সিলিয়ার সাহায্যে প্রোটোজোয়া প্রাণিরা চলাচল করে ?
উত্তর:
৫৭) বাংলাদেশের শতকরা কত ভাগ বনভূমি আছে ?
উত্তর: ১৫ শতাংশ।
৫৮) He said to me, " Do you know me ? ---- Identify the correct indirect speech:
He asked me if I knew him.
৫৯) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ কয়টি ?
ক) ১৫৩ টি
৬০) বাংলাদেশের কোন কবিকে নাগরিক কবি বলা হয় ?
উত্তর: কবি শামসুর রাহমান ।
৬১) মানবদেহে কোন ব্যাকটেরিয়া ভিটামিন উৎপন্ন করে ?
উত্তর: Escherichia ব্যাক্টেরিয়া।
৬২) মুনতাসীর ফ্যান্টাসি নাকটের রচয়িতা কে ?
উত্তর: সেলিম আল দীন।
৬৩) Identify the correct passive form: ” We called him a fool. "
উত্তর: He was called a fool by us.
৬৪) মীর মশারফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি ?
উত্তর: বিষাদ সিন্ধু।
৬৫) শব্দের আগে বসে কোনটি ?
উত্তর: উপসর্গ।
৬৬) Fill in the blank with the correct quantifier: ' There is ---- hope that they will be found alive.
answer: little.
৬৭) পৃথিবীর শক্তির মূল উৎস কোনটি ?
উত্তর: সূর্য।
৬৮) প্রাচীনতম চন্ডীদাস কে ?উত্তর: বড়ুচন্ডীদাস।
৬৯) Which gender is the word “ Parent “?
Answer: common.
৭০) আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক –
উত্তর: প্লাঙ্ক।
৭১) Fill in the gap with an appropriate preposition : “ Any deviation--- the code of conduct will be punished.”
answer: from.
৭২) Like her brother she is also—heiress to the property.
Answer: an.
৭৩) ক্যালকেরিয়াস ( Calcareous ) মাটিতে কোন মৌলের আধিক্য পাওয়া যায় ?
উত্তর: ক্যালসিয়াম।
৭৪) জীবাণূ ধ্বংস করার জন্য ব্যবহৃত হয় –
উত্তর:
৭৫) উয়ারী বটেশ্বর বিখ্যাত –
উত্তর: প্রত্নতাত্তিক নিদর্শনস্থল।
৭৬) Which ‘ better’ is an adverb ?
Answer: People are better educated now.
৭৭ ) মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা কোনটি ?
উত্তর: হাঙ্গর নদী গ্রেনেড।
৭৮) বিশেষণ কোনটি ?
উত্তর: ধণী।
৭৯) Which one is a synonym for ‘mandatory’ ?
Answer: Obligatory
৮০) Which of the following is in plural form ?
Answer: princes.
৮১) মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য কবি –
উত্তর: আলাওল।
৮২) ওষ্ঠ্য বর্ণ কোনটি ?
উত্তর: প
৮৩) The world ‘ lunar’ is related to –
Answer: moon.
৮৪) The term ‘prima facie’ means---
Answer: based on the first impression.
৮৫) বাংলা ভাষায় বর্ণ কয়টি ?
উত্তর: ৫০ টি ।
৮৬) ‘With flying colours’ means---
Answer: very successfully
৮৭) বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি ?
উত্তর: কাব্য।
৮৮) মেঘনাথ বধ কাব্যে কয়টি সর্গ ?
উত্তর: ৯ টি।
৮৯) সালোক সংশ্লেষণ গাছের কোন অংশে সংগঠিত হয় ?
উত্তর: পাতায়।
৯০) চা গাছে রোগ সৃষ্টি করে কোনটি ?
উত্তর: Cephaleuros.
৯১) ‘নারী’ কবিতাটি লিখেছেন-
উত্তর: কাজী নজরুল ইসলাম।
৯২) কোনটি ক্ষুদ্রতম জলজ উদ্ভিদ ?
উত্তর: Wolffia arrhiza
৯৩) বাংলাদেশী কোন শৈবাল দিয়ে ন্যানোফিল্টার প্রস্তুত করা হয় ?
উত্তর: পিথাফোরা (Pithophora).
৯৪) ‘বীরঙ্গণা’ কাব্য গ্রন্থটি কোন ধরনের রচনা ?
উত্তর: পত্রকাব্য।
৯৫) Choose the correct tag question: ‘ He excelled in sports,---?
Answer: didn’t he
৯৬) Aristotle’s Lantern নিম্নের কোন প্রাণিতে পাওয়া যায় ?
উত্তর: Echinus esculentus, ( sea urchin ).
৯৭) বাংলাদেশে প্রথম করোনা রোগী সনাক্ত হয়-
উত্তর: ৮ মার্চ ২০২০
৯৮) কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ?
উত্তর: হুলিয়া ।
৯৯) ‘ I like reading novels.’ Here ‘reading’ is a/an—
Answer: participle.
১০০) মরুভূমিতে জন্মায় এ ধরনের উদ্ভিদকে কী বলা হয় ?
উত্তর: জেরোফাইট।
No comments