Header Ads

Header ADS

প্রাণিবিদ্যা বিষয়ক বিবিধ প্রশ্নোত্তর

 ১) ক্লিভেজ কাকে বলে?

  উত্তর: যে পদ্ধতিতে যৌন জননকারী প্রাণীর এককোষী জাইগোট মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে অসংখ্য বহুকোষী ভ্রূণ সৃষ্টি করে তাকে ক্লিভেজ বলে।

অন্যভাবে, জাইগোটের বিভাজনকে ক্লিভেজ বলে।

২) জার্মপ্লাজম মতবাদের প্রবক্তা কে?

উত্তর: অগাস্ট ভাইজম্যান।

৩) অ্যালবুমিন কি?

উত্তর: অ্যালবুমিন হলো রক্তে অবস্থিত এক বিশেষ ধরনের প্রোটিন।

৪) গ্লোবিউলিন কি?

উত্তর: গ্লোবিউলিন হলো রক্তে অবস্থিত এক বিশেষ ধরনের গোলাকার প্রোটিন।

৫) বিলিভার্ডিন কি?

উত্তর: একধরনের সবুজ রঞ্জক যা বিলিরুবিন থেকে উৎপন্ন হয়।

৬) লালারসে কি এনজাইম থাকে থাকে?

উত্তর: মানুষের লালারসে ৩  প্রকারের এনজাইম থাকে।

 ক) মিউসিন: যা খাদ্যবস্তুকে পিচ্ছিল করে গলাধঃকরণে সহায়তা করে।

খ) টায়ালিন‌ ও মলটেজ : এ দুই উপাদান তথা এনজাইম শর্করা পরিপাকে অংশ নেয়।

৭) গ্যাস্ট্রিক রস কি ? এতে কি কি উপাদান থাকে?

উত্তর: গ্যাস্ট্রিক রস এসিডিও তরল। এটি প্রোটিন জাতীয় পদার্থ পরিপাক করে। গ্যাস্ট্রিক রসে হাইড্রোক্লোরিক এসিড ও পেপসিন থাকে।

৮) আন্ত্রিক রস কাকে বলে? এতে কি কি উপাদান থাকে?

উত্তর: অন্ত্রের প্রাচীরের মিউকোসা স্তর কতগুলো খাদ্য পরিপাককারী এনজাইম ক্ষরণ করে।এসব এনজাইমকে আন্ত্রিকরস বলে।

এতে এন্টারোকাইনেজ, মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ, অ্যামাইলেজ এনজাইম থাকে।

৯) পিত্তরসের কাজ কি কি?

উত্তর: পিত্তরসে কোন খাদ্য পরিপাকের এনজাইম থাকে না। এটি স্নেহ জাতীয় খাদ্যকে ক্ষুদ্র দানায়  পরিণত করে লাইপেজ সহযোগে পরিপাকে সহায়তা করে।

১০) রক্তে কি কি প্রোটিন থাকে?

উত্তর: গ্লোবুউলিন, অ্যালবুমিন এবং ফাইব্রিনোজেন হল প্রধান রক্ত ​​প্রোটিন। 

১১) বাফার হিসেবে কাজ করে রক্তের কোন উপাদান ?

উত্তর: হিমোগ্লোবিন বাফার হিসেবে কাজ করে রক্তের অম্ল- ক্ষারের সমতা রক্ষা করে।

১২) ডায়াফ্রামে রক্ত সংবহন করে কোন ধমনী ?

উত্তর: ফ্রেনিক ধমনী।

১৩) স্মৃতিকোষ কোন ধরনের রক্ত কণিকা ?

উত্তর: লিম্ফোসাইট রক্ত কণিকা।

১৪) পূর্ণ বয়স্ক মানুষের ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা কত ?

উত্তর: ৬০০০ মিলিলিটার বা ৬ লিটার।

No comments

Powered by Blogger.