Header Ads

Header ADS

হাইড্রোজেন (Hydrogen)

 হাইড্রোজেন (Hydrogen)

হাইড্রোজেন একটি গ্যাস। এর প্রতীক H এবং মৌলিক গ্যাসের দুটি পরমাণু সবসময় একসাথে থাকে বলে হাইড্রোজেন গ্যাসের সংকেত H2 । এই গ্যাস অত্যন্ত দাহ্য গ্যাস। দাহ্য গ্যাস মানে হলো এই গ্যাসে আগুনে খুবই জ্বলে। আমরা গ্যাসের চুলায় রান্নার কাজে সাধারণত যে গ্যাস ব্যবহার করি সেই গ্যাসের নাম মিথেন গ্যাস। এক‌ই পরিমাণ রান্নায় মিথেন গ্যাসের পরিবর্তে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হলে কম পরিমাণ হাইড্রোজেন গ্যাসের প্রয়োজন হবে।

বাংলাদেশ নদীর দেশ। আর এদেশের খাল বিল নদ নদী তে রয়েছে পানির অফুরন্ত ভান্ডার। পানি যৌগটি হাইড্রোজেন ও অক্সিজেন এর সমন্বয়ে গঠিত।

পানিতে যদি কারেন্ট প্রবাহিত করা হয় তাহলে এর ঋনাত্মক প্রান্তে হাইড্রোজেন গ্যাস এসে জমা হয়। আর জমা হ‌ওয়া গ্যাসের পরিমাণ ধনাত্মক প্রান্তে জমা হ‌ওয়া অক্সিজেন গ্যাস এর দ্বিগুন। এজন্য পানির সংকেত H20

ভবিষ্যতে জ্বালানি রুপে মিথেন গ্যাসের পরিবর্তে হাইড্রোজেন গ্যাস জায়গা করে নিবে। কারণ মিথেন গ্যাসের পরিমাণ দিনে দিনে কমে যাচ্ছে। গাড়িতে হাইড্রোজেন গ্যাস ব্যবহার শুরু হবে। কারণ হাইড্রোজেন গ্যাস মিথেনের চেয়ে বেশি কার্যকর গ্যাস।

১৭৬৬ সালে হেনরী ক্যাভেন্ডিস হাইড্রোজেন গ্যাস আবিষ্কার করেন। হাইড্রোজেন গ্যাস এর নামকরণ করেন এন্টিনো ল্যাভেসিয়ার।

সূর্যে ৫৫ ভাগ হাইড্রোজেন থাকে। এই হাইড্রোজেন আণবিক শক্তির দ্বারা হিলিয়ামে পরিণত হয় এবং সূর্যে প্রচুর তাপ উৎপন্ন হয়।



No comments

Powered by Blogger.