Header Ads

Header ADS

মোবাইল অ্যাপ/এপ তৈরির কৌশল (Making mobile app)

 আমরা যেসব এপ ব্যবহার করি এসব এপ হলো এক ধরনের সফটওয়্যার। গুগল প্লে স্টোরে পা‌ওয়া বেশিরভাগ এপ তৈরি করা হয়েছে Android Studio নামক একটি সফটওয়্যার দিয়ে। এই সফটওয়্যারটি কম্পিউটারে ইনস্টল করে এপ বানানো যায়। তবে এপ বানানোর আগে 

কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতেন হবে। C ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রামিং শেখা শুরু করতে হয়। এরপর JavaScript,Java শিখতে হবে। এছাড়া  HTML ও CSS সম্পর্কে জানা দরকার।

এরপর Android Studio সফটওয়্যার দিয়ে নিজের পছন্দ মত এপ বানানো যায়।

No comments

Powered by Blogger.