Header Ads

Header ADS

বিজ্ঞানী আলব্রেচ কোসেল (Albrecht Kossel)

বিজ্ঞানী আলব্রেচ কোসেল (Albrecht Kossel) ১৯১০ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পান। ১৮৫৩ সালে জার্মানিতে জন্ম গ্রহন করেন। তিনি নোবেল পুরস্কার লাভ করেন কোষে রসায়নের কার্যকলাপ, প্রোটিন ও নিউক্লিক এসিড এর উপর গবেষণার জন্য। ডিঅক্সিরাইবোনিক্লিক এসিড ও রাইবো নিউক্লিক এসিড বেশিরভাগ জীবকোষ ও জীবনুতে পাওয়া যায়। ১৮৬৯ সালে ডিএন‌এ আবিষ্কারের পর থেকেই একে একটি গুরুত্বপূর্ণ জীবজ ফাংশন হিসেবে বিবেচনা করা হয়। এর‌ও আগে থেকেই ডিএন‌এ কে বংশগতীয় পদার্থের বাহক হিসেবে নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞানী আলব্রেচ কোজেল নিউক্লিক এসিড এর রাসায়নিক যৌগ গঠন, ধর্ম নিয়ে গবেষণা শুরু করেন। ১৮৮৫ থেকে ১৯০১ সালে গবেষণা কালে, আলব্রেচ কোজেল আবিষ্কার করেন নিউক্লিক এসিড পাঁচটি নাইট্রোজেন বেস নিয়ে গঠিত। এগুলো হলো এডেনিন,গুয়ানিন, সাইটোসিন,থায়ামিন,ইউরাসিল।

No comments

Powered by Blogger.