সূরার অর্থ শিখি
আরবি শব্দের অর্থ
(اَعُوْذُ)-আউযু-আমি আশ্রয় চাই।
হুয়া - সে , তিনি
মিন- হতে, থেকে।
ইয়া- কেবল।
কা- আপনার।
না-আমরা, আমাদের।
নাআ-বুদূ-আমরা এবাদত করি।
কুম-আপনাদের, তোমাদের।
ওয়া- এবং।
মিন = হতে।
বা-তারা।
ফি-মধ্যে।
না- আমরা
নাস্তাঈন= আমরা সাহায্য চাই।
ইহদি- দেখাও।
ইহদি-না- দেখাও আমাদেরকে।
না- আমাদের।
সিরাতল- পথ।
মুস্তাকিম-সরল/সঠিক।
আন-আমতা - নিয়ামত দিয়েছেন।
আল-লাযিনা- যারা, যাদের।
গইরিল- ছাড়া।
মাগদুব- গজবপ্রাপ্ত।
বি-দ্বারা, হতে।
আলা-উপর।
হিম-তাদের।
দল-লিন- পথভ্রষ্ট হয়েছে।
যালিকা- ঐ।
ইয়াও-মু- দিবস।
আলাইহিম- যাদের উপর।
লা- অবশ্যই।
লা...- না।
আহাদুন-আহাদ= এক।
মুঝাক্কার -ছেলে
মূয়ান্নাস-মেয়ে।
হুয়া-হুমা-হুন
হিয়া-হুমা-হুন্না
হুয়া- সেএকজন পুরুষ।
হুমা-তারা দুই জন পুরুষ।
হুম(হিম)- তারা বহু পুরুষ।
হিয়া-সে একজন নারী।
হুমা-তারা দুই জন নারী।
হুন্না (হিন্না)- তারা বহু নারী।
মুসলিমুন- একজন পুরুষ মুসলিম।
মুসলিমাতুন- একজন নারী মুসলিম।
সে একজন পুরুষ মুসলিম।
হুয়া মুসলিমুন।
আনতুম-তোমরা।
মা-যা।
আনা- আমি।
নাহনু- আমরা।
মুতাকাল্লিন- বক্তা।
No comments