ইসলামে মতপার্থক্য
ইসলামে মানুষের একমাত্র পরিচয় সে মুসলিম। আর কোন পরিচয় তার নেই। পবিত্র কোরআনে এই পরিচয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলা হয়েছে। তবে কোন বিজ্ঞ আলেমের সুচিন্তিত মতামত কারো কাছে ভালো লাগতে পারে। তবে নিজেকে আলাদাভাবে সহী ঘোষণা করে মুসলিম ঐক্য ধ্বংস করতে পারে না। সবাইকে পরমত সহিষ্ণু হতে হবে।
শিয়া: যার হযরত আলী (রা:) কে অনুসরণ করে এবং তাকে সবচেয়ে বড় আলেম মনে করে।
সুন্নি: যারা সহীহ ৬ টি হাদিস গ্রন্থকে অনুসরণ করে।
সালাফী: সালাফ (আরবি: سلف) বলতে ইসলাম ধর্মানুসারে সাধারণত নবী মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার পরবর্তী তিন প্রজন্ম অর্থাৎ সাহাবা, তাবেয়ী ও তাবে তাবিয়ীকে বুঝানো হয়।
সালাফ শব্দের শাব্দিক অর্থ পূর্বপুরুষ আর ব্যবহারিক অর্থ ইসলামের প্রথম যুগের মানুষগণ। অর্থাৎ রাসূল (সা.) এবং সাহাবী, তাবেঈ ও তাবে-তাবেঈগণ-যাঁদের ব্যাপারে রাসূল (সা.) বলে গিয়েছেন, যারা হলেন উম্মাতদের মধ্যে শ্রেষ্ঠ উম্মাত। আর সালাফদের অনুসারীগণ হল সালাফি। ইসলামের নবী ও রাসূল মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার পরবর্তী তিন প্রজন্ম অর্থাৎ সাহাবা, তাবেয়ী ও তাবে তাবিয়ীগন ইসলামকে যেভাবে বুঝতেন আর পালন করতেন, হুবহু তাঁদের মত করে ইসলাম বোঝা আর পালন করাকে সালাফি বলা হয়।
এই আন্দোলনে মুহাম্মদ ইবনে আবদুল ওয়াহাব নজদী সাহেব এর বিশেষ অবদান আছে। তিনিও একজন নজদী সালাফি পণ্ডিত ছিলেন। সালাফিরা মাজার কেন্দ্রিক শিরকী কর্মকান্ডের বিরোধীতা করে। সব ধরনের শিরক থেকে,বিদআত থেকে মুসলিমদের সতর্ক করে । সালাফিবাদ ইসলামের আক্ষরিক, কঠোর ও বিশুদ্ধ চর্চা এবং বিশেষত সালাফ তথা ইসলামের প্রথম যুগের চর্চার প্রতি গুরুত্বারোপ করে। সালাফিবাদ অন্যতম প্রভাবশালী ও দ্রুত বর্ধনশীল মতাদর্শ। সালাফিবাদ সুফিবাদের বিরোধিতা করে কারন সুফিবাদের কিছু কিছু কাজ ও কথা রয়েছে যা শিরক ,বিদআত, যাহা কুরআনের আয়াত ও বিশুদ্ধ সূত্রে বর্নিত হাদিসের দলিল দ্বারা প্রমানিত হয়ে গেছে ।
মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মাযহাব হল মুসলিমদের একমাত্র মাযহাব।
অধিকাংশ সালাফী হাম্বলী মাযহাবের অনুসারী। সালাফীরা হাম্বলী মাযহাবকে তুলনামূলক বেশি অনুসরণ করলেও কখনো নির্দিষ্ট একটি মাযহাবের উপর আঁকড়ে ধরে থাকে না, আবার কোনো মাযহাবকে ফেলেও দেয় না। সালাফিবাদে হানাফী, শাফেয়ী, মালিকী, হাম্বলী এই চার মাযহাবকেই সমান গুরুত্ব দেওয়া হয়ে থাকে।
মুহাম্মদ ইবনে আবদুল ওয়াহাব ওহাবী আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং সৌদি আরবের রাজবংশ গঠনে অন্যতম সহযোগী ও প্রভাবশালী ব্যক্তিত্ব।
ওহাবী: সালাফীদেরকে ওহাবী বলা হয়।
আহলে হাদিস: যারা কোরআনসহ সকল ব্যাখ্যায় হাদিসকে মানে।
হানাফী:
হাম্বালী:
No comments