একটি নতুন অর্থব্যবস্থা
একটি নতুন অর্থব্যবস্থা:
বাংলাদেশ ব্যাংক দেশের জনগণের চাহিদা মোতাবেক টাকা ছাপিয়ে সরকারি এবং বেসরকারি ব্যাংক গুলোকে ঋণ দেয়। ঋন দেয়ার সময় একটি নির্দিষ্ট সুদের হারে ঋন প্রদান করে ।
যেমন, ধরুন ৫% -১০% হারে বাংলাদেশ ব্যাংক ঋন দেয়।
ব্যাংক গুলো এই ঋণ কখনো শোধ করতে পারবে না কারণ যে পরিমাণ টাকা বাজারে ছাড়া হয় তার চেয়ে বেশি টাকা সুদে আসলে ফেরত দেয়া সম্ভব নয়। তাই এই ব্যাংকগুলো প্রতিবছর আরও ঋন নিয়ে সেই টাকা পরিশোধ করে। এভাবেই ঋণের মাধ্যমে চলেছে অর্থনীতি। ঋণ পরিশোধের জন্য আরও বেশি টাকা ছাপিয়ে ঋণ দেয়া । আর এভাবেই সুদের দুষ্টচক্রে সবাই বাধা পড়ে আছি।
যদি বাংলাদেশ ব্যাংক স্বর্নের
দামের সাথে টাকাকে ফিক্সট করে দেয় যেমন ১ ভরি স্বর্ণ সমান ১ লক্ষ টাকা। ১ ভরি স্বর্ণের
দাম যাই হোক না কেন ব্যাংক গুলোকে ১ ভরি স্বর্ণের
বিনিময়ে ১ লক্ষ টাকা প্রদান করা হবে। আবার ব্যাংক ১ লক্ষ টাকা দিলে ১ ভরি স্বর্ণ তাদেরকে
দিবে। এর ফলে ব্যাংক গুলো তাদের চাহিদা অনুযায়ী টাকা পাবে। আর বাংলাদেশ ব্যাংক স্বর্ণ
পাবে যা রিজার্ভ হিসেবে থাকবে । প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক স্বর্ণ বিক্রির মাধ্যমে ডলার
সংগ্রহ করে রিজার্ভ বাড়াবে।
কেন্দ্রীয় ব্যাংক এমন নীতি
কার্যকর করলে অর্থনীতি কেমন হবে বলে আপনি মনে করেন?
No comments