Header Ads

Header ADS

প্রশ্ন: মিথোজীবিতা (Symbiosis) কি? অথবা হাইড্রার মিথোজীবিতা (Symbiosis) বর্ণনা করুন।

 প্রশ্ন: মিথোজীবিতা (Symbiosis) কি?

অথবা হাইড্রার মিথোজীবিতা (Symbiosis)  বর্ণনা করুন।

উত্তর : উদাহরণসরূপ সবুজ শৈবাল ( Zoochlorella) ও Chlorohydra viridisima -র মধ্যে স্থাপিত সম্পর্ক ।

যখন দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব ঘনিষ্ঠভাবে সহ-অবস্থানের ফলে পরস্পরের কাছ থেকে উপকৃত হয়, তখন এ ধরনের সহচর্যকে মিথোজীবিতা (Symbiosis) বলে।  দুটি জীবের প্রতিটিকে মিথোজীবী প্রাণী বলে । উদাহরণ সবুজ শৈবাল (Zoochlorella) ও Chlorohydra viridisima -র মধ্যে সহবস্থান মিথোজীবিতার প্রকৃষ্ট উদাহরণ।

ব্যাখ্যা: Zoochlorella নামক শৈবাল Chlorohydra viridisima হাইড্রার গ্যাস্টোডার্মিসে বাস করে। যার কারণে হাইড্রা সবুজ বর্ণ ধারণ করে ।  এরা একে অপর হতে কখনোই বিচ্ছিন্ন হতে পারে না ।নিম্নোক্তভাবে এরা পরস্পরের কাছ থেকে উপকৃত হয় ।

 শৈবাল যেভাবে উপকৃত হয় : 

১.  হাইড্রার গ্যাস্ট্রোডার্মাল আবরণী কোষে শৈবাল নিরাপদ আশ্রয় ও সুরক্ষা লাভ করে।

২.  হাইড্রার শ্বসনে সৃষ্ট কার্বন ডাই অক্সাইড কে ও পানিকে শৈবাল সালোকসংশ্লেষনের কাচামাল হিসেবে ব্যবহৃত করে।

৩. হাইড্রার বিপাকীয় কাজে উদ্ভূত নাইট্রোজেনঘটিত বর্জ্যপদার্থকে শৈবাল বিভিন্ন কাজে ব্যবহার করে ।

 হাইড্রা যেভাবে উপকৃত হয় :

১. শৈবালের সালোকসংশ্লেষণে সৃষ্ট অক্সিজেন হাইড্রার শ্বসনে ব্যবহৃত হয় ।

২.  হাইড্রার বিপাকে সৃষ্ট নাইট্রোজেনঘটিত বর্জ্যপদার্থ  শৈবাল কর্তৃক গৃহীত হওয়ায় হাইড্রা সহজেই বর্জ্য পদার্থ মুক্ত হয় ।

৩. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শৈবাল যে খাদ্য প্রস্তুক করে তার  উদ্ধৃত  অংশ খাদ্য  হিসেবে গ্রহণ করে ।

 ৪. হাইড্রার শ্বসনে সৃষ্ট কার্বন ডাই অক্সাইড শৈবাল গ্রহণ করে প্রাণীকে ঝামেলা মুক্ত করে।

৫. মৃত শৈবালকে হাইড্রা অনেক সময় ভক্ষণ করে।



No comments

Powered by Blogger.