কারক
কারক ও বিভক্তি নির্ণয়
১) সারারাত বৃষ্টি হয়েছে। = অধিকরণ কারকে শূন্য বিভক্তি।( সারারাত সময় নির্দেশ করে)
২) এ কলমে ভাল লেখা যায়। = করণ কারকে সপ্তমী বিভক্তি ( কলম দিয়ে লেখা হয়)
৩) যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। = অপাদান কারকে ষষ্ঠী বিভক্তি। ( ভয় থাকলে অপাদান কারক হয়)
৪) ভিখারীকে ভিক্ষা দাও।= সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি ( নিঃস্বার্থভাবে দান)
No comments