Header Ads

Header ADS

বিজ্ঞানী ইভানজেলিস্টা টরিসেলি (১৬০৮-১৬৪৭)

বিজ্ঞানী ইভানজেলিস্টা টরিসেলি (Evangelista Torricelli) (১৬০৮-১৬৪৭)

ইতালীয় বিজ্ঞানী টরিসেলি পারদের সাহায্যে বায়ুমন্ডলের চাপ নির্ণয় করেন। তিনি একটি পাতলা টিউব নেন । টিউবটি দেখতে টেস্ট টিউব এর মত যার এক প্রান্ত বন্ধ। টিউবটিতে পারদ ঢাললেন। এর পর পারদপূর্ণ টিউবটির খোলা মাথা আঙ্গুল দিয়ে ঢেকে একটি পাত্রে রাখা পারদের ভিতর উল্টিয়ে স্থাপন করলেন। টিউবটির বন্ধ মুখটি উপরের দিকে রাখলেন। এবার তিনি লক্ষ্য করলেন, টিউবটির উপরের দিকের মুখ বন্ধ থাকলেও ধীরে ধীরে পারদ নিচের দিকে নামছে। একটা নির্দিষ্ট উচ্চতার পর পারদ আর নিচে নামছে না। তিনি পারদের উচ্চতা মাপলেন। দেখলেন টিউবে পারদের উচ্চতা ৭৬ সেমি। একটি অদৃশ্য শক্তি যেন পারদকে টিউব থেকে নিচের দিকে নামতে দিচ্ছে না। আসলে এই অদৃশ্য শক্তি হলো বায়ুর চাপ । সেই থেকে স্বাভাবিক বায়ু চাপ ৭৬ সেমি হিসাব করা হয়।

এই বায়ু চাপ‌ই পাত্রে রাখা পারদের উপর ক্রিয়া করছে। ফলে টিউবে ভিতরের পারদকে নিচে নামতে দিচ্ছে না।

৭৬ সেমি এর থেকে নিচের দিকে পারদ নামতে থাকলে বায়ুচাপ কমছে বলে বিবেচনা করা হয়। বায়ুচাপ কম হ‌ওয়ার মানে নিম্ন চাপের সৃষ্টি হ‌ওয়া। অর্থাৎ বায়ুচাপ কমে গেলে ‌ঝড় বৃষ্টি হ‌ওয়ার পূর্বাভাস দেয়া হয়।

বায়ুচাপ

টরসিলির পারদ পরীক্ষা



গলিলিও/ব্যারোমিটার/টরসিলি




বায়ু চাপের পরীক্ষা/ বায়ুর শক্তি




No comments

Powered by Blogger.