Header Ads

Header ADS

টুথপেস্টে কি থাকে? কিভাবে বানানো যায়?

 টুথপেস্ট 

টুথপেস্ট আমাদের প্রতিদিনের একটি প্রয়োজনীয় জিনিস। বাজারে যেসব টুথপেস্ট পা‌ওয়া যায় তাতে ২০% থেকে ৪২% পানি ছাড়াও আরও তিনটি প্রধান উপাদান হলো  পালিশ, ফ্লোরাইড এবং ডিটারজেন্ট।

ঘরে বসে নিজেদের টুথপেস্ট নিজেরাই তৈরি করবেন যেভাবে

উপকরণ

এক চা চামচ বেকিং সোডা, আধা চা চামচ লবণ (গুড়া করা), এক ফোটা সুগন্ধি, লবঙ্গ ও দারুচিনির নির্যাস, পানি প্রয়োজনমতো

প্রণালি

সব উপকরণ একটি ছোট বাটিতে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন। খেয়াল রাখুন আপনার পেস্ট যেন বেশি তরল না হয় ।


এই পেস্ট প্রয়োজনীয় পরিমাণে তৈরি করে আপনি বাজারের কেনা পেস্টের মতোই ব্যবহার করতে পারবেন। আপনার শিশুর দাঁতের যত্নেও ঘরে তৈরি টুথপেস্ট ব্যবহার করুন।


টুথপেস্ট যেভাবে ব্যবহার করা দরকার

বিশেষজ্ঞদের মতে, দাঁত ব্রাশ করার জন্য মটরশুঁটির দানার পরিমাণ টুথপেস্ট ব্যবহার করাই যথেষ্ট। ব্রাশ ভর্তি করে পেস্ট নেওয়ার কোনো দরকার নেই।

  নিবন্ধটি তৈরি করতে যেসব উৎস ব্যবহৃত  হয়েছে

উইকিপিডিয়া, দৈনিক যুগান্তর ও জাগো নিউজ ওয়েভ পোর্টাল

No comments

Powered by Blogger.