চার্লস লুইস আলফোনসি ল্যভেরন ( Charles Louis Alphonse Laveran)
চার্লস লুইস আলফোনসি ল্যভেরন ( Charles Louis Alphonse Laveran)
১৯০৭ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পান। ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৮৪৫ সালে জন্ম গ্রহন করেন। মৃত্যু ১৯২২ সালে। রোগ সৃষ্টিতে প্রটোজোয়ার ভূমিকা বিষয়ে গবেষণার জন্য তিনি এ পুরস্কার পান। ম্যালেরিয়া একটি সাধারণ রোগ।রোগটি অধিক জ্বর এবং অন্যান্য উপসর্গের জন্য দায়ী। ১৯ শতকের মাঝামাঝি সময়ে এটা প্রমাণিত হয়েছিল যে অনেক রোগ সৃষ্টির জন্য ক্ষুদ্র জীবাণু দায়ী। কিছু ব্যক্তি মত প্রকাশ করেছিলেন যে ম্যালেরিয়া রোগের জন্য ব্যাকটেরিয়ার দায়ী। ১৯৮৯ সালে ম্যালেরিয়া রোগে আক্রান্ত রোগীর রক্ত পরীক্ষা করে ল্যাভেরন প্রমাণ করেন যে এই রোগের জন্য প্লাসমোডিয়াম গোত্রের এক কোষী আরেক ধরনের জীবাণু এক ধরনের প্রোটোজোয়া দায়ী। এছাড়াও তিনি আরেকটি এককোষী পরজীবী জীবাণু সনাক্ত করেন।
No comments