এক কথায় প্রকাশ
*** এক কথায় প্রকাশ ***
১) অকালে পক্ব হয়েছে যা -- অকালপক্ব
২) অক্ষির সমক্ষে বর্তমান -- প্রত্যক্ষ
৩) অভিজ্ঞতার অভাব আছে যার -- অনভিজ্ঞ
৪) অপকার করবার ইচ্ছা --- অপচিকীর্ষা
৫) অহংকার নেই যার --- নিরহংকার
৬) অনেকের মধ্যে একজন --- অন্যতম
৭) অনুতে ( বা পশ্চাতে ) জন্মেছে যে --- অনুজ
৮) আদি থেকে অন্ত পর্যন্ত --- আদ্যন্ত , আদ্যোপান্ত
৯) আকাশে বেড়ায় যে --- আকাশচারী, খেচর
১০) আচারে নিষ্ঠা আছে যার ---- আচারনিষ্ঠ
১১) আপনাকে কেন্দ্র করে যার চিন্তা --- আত্মকেন্দ্রিক
১২) আপনাকে যে পন্ডিত মনে করে --- পন্ডিতম্মন্য
১৩) আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার --- আস্তিক
১৪) আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার --- নাস্তিক
১৫) ইতিহাস রচনা করেন যিনি --- ঐতিহাসিক
১৬) ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি --- ইতিহাসবেত্তা
১৭) ইন্দ্রিয়কে জয় করেছে যে --- জিতেন্দ্রিয়
১৮) ঈষৎ আমিষ ( আ৺ষ) গন্ধ যার --- আ৺ষটে
১৯) উপকারীর উপকার যে স্বীকার করে --- কৃতজ্ঞ
২০) উপকারীর উপকার যে স্বীকার করে না --- অকৃতজ্ঞ
২১) উপকারীর অপকার করে যে --- কৃতঘ্ন
২২) একই মাতার উদরে জাত যে --- সহোদর
২৩) এক থেকে শুরু করে ক্রমাগত --- একাদিক্রমে
২৪) একই সময়ে বর্তমান --- সমসাময়িক
২৫) কর্ম সম্পাদনে পরিশ্রমী --- কর্মঠ
২৬) কোন ভাবেই যা নিবারণ করা যায় না --- অনিবার্য
২৭) গোপন করতে ইচ্ছুক --- জুগুপ্সু
২৮) চক্ষুর সম্মুখে সংঘটিত --- চাক্ষুষ
২৯) জীবিত থেকেও যে মৃত --- জীবন্মৃত
৩০) তল স্পর্শ করা যায় না যার --- অতলস্পর্শী
৩১) দিনে যে একবার আহার করে --- একাহারী
৩২) নষ্ট হওয়াই স্বভাব যার --- নশ্বর
৩৩) নদী মেখলা যে দেশের --- নদীমেখলা
৩৪) নিন্দা করার ইচ্ছা --- জুগুপ্সা
৩৫) নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যে -- নাবিক
৩৬)নিন্দা করা হয়েছে এমন --- জুগুপ্সিত
৩৭) পঙ্কে জন্মে যা --- পঙ্কজ
৩৮) পা থেকে মাথা পর্যন্ত --- আপাদমস্তক
৩৯) ফল পাকলে যে গাছ মরে যায় --- ওষধি
৪০) বিদেশে থাকে যে --- প্রবাসী
৪১) বিশ্বজনের হিতকর --- বিশ্বজনীন।
৪১) মৃতের মত অবস্থা যার --- মুমূর্ষু।
৪২) যা দমন করা যায় না --- অদম্য।
৪৩) যা নিবারণ করা কষ্টকর --- দুর্নিবার
৪৪) কষ্টে নিবারণ করা যায় যা --- দুর্নিবার
৪৫) যা পূর্বে ছিল এখন নেই --- ভূতপূর্ব
৪৬) যার উপস্থিত বুদ্ধি আছে ---- প্রত্যুৎপন্নমতি
৪৭) দিনের আলো ও সন্ধ্যার আঁধারের মিলন --- গোধূলি
৪৮) কষ্টে অতিক্রম করা যায় না যা --- দুরতিক্রম্য
৪৯) কর দান করে যে --- করল
৫০) যা সহজে অতিক্রম করা যায় না --- দুরতিক্রম্য
৫১) যার দুই হাত সমান চলে --- সব্যসাচি
৫২) যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না -- ক্ষণপ্রভা
৫৩) তার সর্বস্ব হারিয়ে গেছে --- সর্বহারা, হৃতসর্বস্ব
৫৪) যার কোন কিছু থেকেই ভয় নেই --- অকুতোভয়
৫৫) যার আকার কুৎসিত ---- কদাকার
৫৬) যা বিনা যত্নে লাভ করা গিয়েছে --- অযত্নলব্দ
** বিনা যত্নে উৎপন্ন হয় যা --অযত্নসম্ভূত
৫৭) যা বারবার দুলছে ---- দোদুল্যমান
৫৮) যা দীপ্তি পাচ্ছে ---- দেদীপ্যমান
৫৯) যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন --- অনন্যসাধারণ
৬০) যা পূর্বে দেখা যায়নি এমন --- অদৃষ্টপূর্ব
৬১) যা পূর্বে কখনো হয় নি --- অভূতপূর্ব
৬২) যা কষ্টে লাভ করা যায় --- দুর্লভ
৬৩) যা অধ্যয়ন করা হয়েছে --- অধীত
৬৪) মা জলে চরে ---- জলচর
৬৫) যা স্থলে চরে ---- স্থলচর
৬৬) যা জলে ও স্থলে চরে --- উভচর
৬৭) যা বলা হয় নি ---- অনুক্ত
৬৮) যা কখনো নষ্ট হয় না --- অবিনশ্বর
৬৯) যা মর্ম স্পর্শ করে ---- মর্মস্পর্শী
৭০) যা বলার যোগ্য নয় ---- অকথ্য
৭১) যা অতি দীর্ঘ নয় ---- নাতিদীর্ঘ
৭২) যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না --- অজ্ঞাতকুলশীল
৭৩) যার প্রকৃত বর্ণ ধরা যায় না ---- বর্ণচোরা
৭৪) যা চিন্তা করা যায় না --- অচিন্তনীয়, অচিন্ত্য
৭৫) যা কোথাও উঁচু কোথাও নিচু ---- বন্ধুর
৭৬) যা সম্পন্ন করতে বহু ব্যয় হয় ---- ব্যয়বহুল
৭৭) যা খুব শীতল বা উষ্ণ নয় ---- নাতিশীতোষ্ণ
৭৮) যার বিশেষ খ্যাতি আছে ---- বিখ্যাত
৭৯) যা আঘাত পায় নি ---- অনাহত
৮০) যা উদিত হচ্ছে ---- উদীয়মান
৮১) যার অন্য উপায় নেই ---- অনন্যোপায়
৮২) যার কোন উপায় নেই ---- নিরুপায়
৮৩) যার চক্ষু লজ্জা নেই ---- চশমখোর
৮৪) সিংহের ডাক --- সিংহনাদ
৮৫) যা আগুনে পোড়ে না --- অগ্নিসহ
৮৬) যা ক্রমশ বর্ধিত হচ্ছে --- বর্ধিষ্ণু
৮৭) যা পূর্বে শোনা যায় নি --- অশ্রুতপূর্ব
৮৮) যে বাস্তু থেকে উৎখাত হয়েছে --- উদ্বাস্তু
৮৯) যে নারী নিজে বর বরণ করে নেয় --- স্বয়ংবরা
৯০) যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না --- বনস্পতি
৯১) যে রোগ নির্ণয় করতে হাতড়ে মরে ---- হাতুড়ে
৯২) যে নারীর সন্তান বাঁচে না ---- মৃতবৎসা
৯৩) যে গাছ কোন কাজে লাগে না --- আগাছা
৯৪) যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে --- পরগাছা
৯৫) যে পুরুষ বিয়ে করেছে কৃতদার
৯৬) যে মেয়ের বিয়ে হয় নি --- অনূঢা
৯৭) যে ক্রমাগত রোদন করছে --- রোরুদ্যমান
৯৮) যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না --- অপরিণামদর্শী
৯৯) যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে --- অবিমৃষ্যকারী
১০০) যে বিষয়ে কোনো বিতর্ক নেই --- অবিসংবাদিত
১০১) যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ ---- শ্বাপদসংকুল
১০২) যিনি বক্তৃতা দানে পটু --- বাগ্মী
১০৩) যে সকল অত্যাচারই সয়ে যায় ---- সর্বংসহা
১০৪) যে নারী বীর সন্তান প্রসব করে --- বীরপ্রসূ
১০৫) যে নারীর কোন সন্তান হয় না ---- বন্ধা
১০৬) যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে ---- কাকবন্ধ্যা
১০৭) যে নারীর স্বামী ও পুত্র নেই -- অবীরা।
যে নারীর স্বামী বিদেশে থাকে -- প্রোষিতভর্তৃকা
১০৮) যে পুরুষের চেহারা দেখতে সুন্দর --- সুদর্শন
১০৯) যে রব শুনে এসেছে ---- রবাহুত
১১০) লাভ করার ইচ্ছা --- লিপ্সা
১১১) শুভ ক্ষণে জন্ম যার --- ক্ষণজন্মা
১১২) সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা ---
প্রত্যুদ্ গমন
১১৩) সকলের জন্য প্রযোজ্য --- সর্বজনীন
১১৪) হনন করার ইচ্ছা --- জিঘাংসা
১১৫) যে নারী প্রিয় কথা বলে --- প্রিয়ংবদা
১১৬) যে বহু বিষয় জানে --- বহুদর্শী
১১৭) চৌকা ছিদ্রের বেড়া --- জাফরি
১১৮) সম্পূর্ণরুপে বিবেচনা করা হয় নাই এমন --- অসমীক্ষিত
১১৯) যে নারীর হাসি সুন্দর --- সুস্মিতা
১২০) যে নারীর হাসি কুটিলতাবর্জিত --- শুচিস্মিতা
১২১) অনেক অভিজ্ঞতা আছে যার --- বহুদর্শী বা ভূয়োদর্শী
১২২) ভবিষ্যতের ফলাফল অনুধাবন করতে পারে এমন ---- দূরদর্শী
১২৩) যা ভাষায় প্রকাশ করা যায় না --- অনির্বচনীয়।
১২৪) দুইয়ের মধ্যে একটি --- অন্যতর।
১২৫) কর্মে যার ক্লান্তি নাই --- অক্লান্তকর্মী।
১২৬) মেঘে আচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ -- মেঘমেদু
১২৭) তুলা দিয়ে তৈরি ---- তুলোট।
১২৮) যার কোন অর্থ নেই ---- নিরর্থক।
১২৯) ছন্দে নিপুণ যিনি --- ছান্দাসিক।
১৩০) ক্ষতিপূরণের জন্য প্রদত্ত অর্থাদি --- খেসারত।
১৩১) ব্যক্তি সম্পর্কিত নয় এমন --- নৈর্ব্যক্তিক।
No comments