Header Ads

Header ADS

বিজ্ঞানী এরিস্টটল ( Aristotle )

(ছবির উৎস উইকিপিডিয়া) 

 বিজ্ঞানী এরিস্টটল ( Aristotle ) 

  যীশু খ্রিস্ট বা হযরত ঈসা (আঃ) এর জন্মের ৩৮৪ বছর আগে অর্থাৎ ৩৮৪ খ্রি. বিজ্ঞানী এরিস্টটল জন্মগ্রহণ করেন। জ্ঞানের এমন কোন দিক নেই তিনি যার পথপ্রদর্শক নন। তিনি সক্রেটিসের শিষ্য প্লেটোর পাঠশালায় অধ্যয়ন করেন। বিশ্বজয়ী বীর সম্রাট আলেকজান্ডার তাঁর ছাত্র ছিলেন। আলেকজান্ডার তাঁর জয় করা রাজ্য থেকে বিভিন্ন গ্রন্থ সংগ্রহ করে তার গুরু এরিস্টটলকে উপহার দিতেন। এরিস্টটলের গবেষণা কাজের সুবিধার জন্য অসংখ্য ব্যাক্তিকে তিনি নিয়োগ দেন।যারা পৃথিবীর বিভিন্ন এলাকায় প্রাপ্ত প্রাণি ও উদ্ভিদের সম্পর্কে এরিস্টটলকে অবহিত করে। তার Politics গ্রন্থে আধুনিক রাষ্ট্র নীতির কথা বলেছেন।তাই তাকে রাষ্ট্র বিজ্ঞানের জনক বলা হয়। তিনি Poetics গ্রন্থে নাট্যতত্ত্ব, কাব্যতত্ত্বের ভিত্তি স্থাপন করেছেন। তিনি জীববিজ্ঞান তথা প্রাণিবিদ্যার জনক। 

এরিস্টটলের আরেকজন যোগ্য ছাত্র ছিলেন থিওফ্রাস্টাস । থিওফ্রাস্টাস উদ্ভিদবিদ্যার জনক । থিওফ্রাসটাস এর মৃত্যুর পর সমস্ত রচনাবলী তার ছাত্র নিলেওস এর কাছে ছিল। কিন্তু নিলেওসের মৃত্যুর পর তার ছেলেরা সমস্ত রচনাবলী লোহার সিন্দুকে পুরে এরিস্টটলের সমাধীর নিচে পুঁতে রাখেন। দুই শত বছর পর যখন রোমের সেনাবাহিনী গ্রীস দখল করে তখন সেই পুঁথি উদ্ধার করে রোমে নিয়ে আসা হয়। সমস্ত রচনাই জীর্ণ হয়ে গিয়েছিল।বহু প্রচেষ্টায় সেই সমস্ত পুঁথির অনুলিপি প্রস্তুত করা হয়। তার ভিত্তিতেই এরিস্টটলের বর্তমান রচনাবলী প্রকাশিত হয়। তার রচনাবলীকে কয়েকটি ভাগে ভাগ করা যায়।যেমন তর্কবিদ্যা, অধিবিদ্যা‌ (Metaphysics), প্রকৃতিবিজ্ঞান, নীতিশাস্ত্র, অলংকারতত্ত্ব, কাব্য তত্ত্ব। তার সময়ে তিনি ছিলেন শ্রেষ্ঠ বিজ্ঞানী। তার আধিপত্যের কারণে অনেক বিজ্ঞানীদের মতকে অনেক সময় অগ্রাহ্য করা হয়েছে।

No comments

Powered by Blogger.