ফলিত বিজ্ঞান ভিত্তিক সমাজ তথা রাষ্ট্র গঠন অপরিহার্য
দেশের বিজ্ঞান শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং একেবারে স্থানীয় পর্যায়ে বিজ্ঞান শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার জন্য দেশে একটি একক প্রতিষ্ঠান দরকার। এ প্রতিষ্ঠানটি হবে প্রয়োগ ভিত্তিক , বিজ্ঞান ভিত্তিক দেশ গঠনের নেতৃস্থানীয় প্রতিষ্ঠান। যার মাধ্যমে প্রতিটি শিক্ষার্থী এখান থেকে বিজ্ঞান শেখার সুযোগ পাবে অফলাইন এবং অনলাইনে।
এদেশে মেধাবী শিক্ষার্থী তৈরি হচ্ছে। তারা নিজ নিজ কর্মক্ষেত্রে কাজ করছে। কেউবা বিদেশে পাড়ি জমাচ্ছে উচ্চশিক্ষার জন্য, উজ্জ্বল ভবিষ্যতের জন্য। যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাচ্ছে তাদের সাথে যোগাযোগ এবং তাদের মেধাকে এদেশে কাজে লাগানোর জন্য কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় নি।
দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টুকটাক গবেষণা হচ্ছে কেউবা ইংরেজি ভাষায় সেসব গবেষণা প্রকাশ করে নাম কামাচ্ছে। এক্ষেত্রে গবেষণা করে ব্যক্তি লাভবান হলেও দেশ লাভবান হচ্ছে না। মেধা পাচার হচ্ছে , ভাল চাকুরী করছে কিন্তু দেশের অর্জন শূন্য।
এভাবে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা চাকুরীজীবি তৈরি করছে কিন্তু কোন উদ্যোক্তা তৈরি করছে না।
এছাড়া গবেষণা সম্পর্কে বাংলাতে কোথাও বিস্তারিত লেখা নেই। থাকলেও তা পাওয়ার সাধ্য নেই। আর সেই গবেষণা কাজে লাগানোর মতো কোন একক প্রতিষ্ঠান নেই। যে কারণে আমাদের বিশ্ববিদ্যালয়ে এবং যারা বিদেশে উচ্চতর গবেষণা করছে তাদের গবেষণা আমরা কাজে লাগাতে পারছি না। দেশের গবেষণা দেশের সরকার এবং দেশের মানুষ কেউই কাজে লাগাতে পারছে না।
এজন্য একটি গবেষণাধর্মী বৈজ্ঞানিক প্রতিষ্ঠান দরকার যার নাম হতে পারে বিজ্ঞান একাডেমি।
এ প্রতিষ্ঠান যেসব কাজ করতে পারে তার মধ্যে অন্যতম হলো:
১) বিজ্ঞান বিষয়ে এনসাইক্লোপিডিয়া তৈরি করতে পারে।
২) বিজ্ঞান বিষয়ে মাসিক প্রকাশনা বের করতে পারে।
৩) বিজ্ঞান ভিত্তিক বই প্রকাশ এবং বইয়ের তালিকা প্রকাশ করতে পারে।
৪) বিভিন্ন বিষয়ে বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ সম্পন্ন করতে পারে।
৫) স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ের জানার কেন্দ্রবিন্দু হতে পারে।
৬) এখানে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা- নিরীক্ষার করতে পারে।
৭) এসব কিছুই বিস্তারিত টেক্সট, ভিডিও আকারে অনলাইনে প্রকাশ করতে পারে।
৮) দেশব্যাপী ক্ষুদে বিজ্ঞান মনষ্ক ছাত্র ও ব্যক্তিদের পুরস্কারের ব্যবস্থা করা যেতে পারে।
আস্তে আস্তে এই একাডেমি সমৃদ্ধ হবে, দেশ সমৃদ্ধ হবে।যারা বিদেশে গবেষণারত আছেন, তারা এই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রেখে প্রতিষ্ঠানটিকে আরও সমৃদ্ধ করতে পারবেন।
এভাবেই আমরা একটা উন্নত ও বিজ্ঞানমনস্ক জাতিতে পরিণত হব।বাংলাদেশে বিজ্ঞান একাডেমি নামে একটি বিজ্ঞান ভিত্তিক প্রতিষ্ঠান দরকার। আপনি কি এমনটা মনে করেন?
No comments:
Post a Comment