সরকারি চাকরিতে যোগদানের জন্য সিভিল সার্জন অফিস থেকে ফিটনেস পরীক্ষা করতে হয়। এসময় যেসব পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন অফিসে জমা দিতে হয় সেগুলো হলো:
1) Dope test
2) X-ray chest PA view
3) HBsAG
4) Blood group
5) ECG
এই পরীক্ষাগুলো করাতে সরকারী হাসপাতালে খরচ সাধারণত
Dope test ( 900tk), X-ray chest PA view (200 Tk), HBsAG( 100tk), Blood group ( 100 Tk), ECG ( 80 Tk)
Total= 1380 Tk
এছাড়া ট্রেজারী চালান বাবদ ১১৫ টাকা জমা দিতে হয়।
সর্বমোট = ১৪৯৫ টাকা নীট খরচ হয়।
বেসরকারি হাসপাতালে এ পরীক্ষাগুলো করালে দ্বিগুণ খরচ হয়ে থাকে।
No comments:
Post a Comment