Monday, September 19, 2022

ভাইবা অভিজ্ঞতা পদ: উপখাদ্য পরিদর্শক

ভাইবা অভিজ্ঞতা

পদ: উপখাদ্য পরিদর্শক

গ্রেড-১৩

খাদ্য অধিদপ্তর

তারিখ: ৯/০৯/২০২২

প্রশ্ন-১: কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন?

= Zoology

প্রশ্ন-২: Phylum কি ?

প্রশ্ন -৩: Species এর সংজ্ঞা দিন?

প্রশ্ন -৪: মানুষের বৈজ্ঞানিক নাম কি?

প্রশ্ন -৫: জাতীয় মাছ ইলিশের বৈজ্ঞানিক নাম কি?

প্রশ্ন:৬: বিবর্তনে ল্যামার্কের মতবাদ কি ?

প্রশ্ন -৭:প্রশ্ন -৬: ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট সরকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রী ছিলেন?

=যুক্ত ফ্রন্টের কৃষি বন, সমবায় ও পল্লীমন্ত্রী ছিলেন।

প্রশ্ন -৮ : মুক্তিযুদ্ধের সময় জামালপুর কোন সেক্টরে ছিল?

প্রশ্ন -৯ : ১১ নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিল ?

* মেজর আবু তাহের

*স্কোয়াড্রন লিডার হামিদুল্লাহ।

আপনার অনার্স ও মাস্টার্স এর রেজাল্ট কি ?= First Class


আপনি কি করেন? বিসিএস দেন নি?

বিসিএস কয়বার দিয়েছেন?

আপনি কি এই চাকরি করবেন? আপনারা কয় ভাইবোন? আপনার বাবা কি করেন? ধন্যবাদ।

একমাত্র এই ভাইবাতেই সবগুলো উত্তর পেরেছি।

 

No comments:

Post a Comment