প্রথম অধ্যায়: জীবন পাঠ
১) এরিস্টটল কোন দেশের বিজ্ঞানী ছিলেন?
উত্তর: গ্রীস।
২)জীববিজ্ঞানের জনক কে?
উত্তর: এরিস্টটল।
৩) টমাস কেভলিয়ার স্মিথ প্রোটিস্টা রাজ্যকে কয় ভাগে ভাগ করেন?
উত্তর:২ ভাগে।
৪) জীবজগতকে ফাইভ কিংডমে ভাগ করা যায় প্রস্তাব করেন কে?
উত্তর:আর এইচ হুইটটেকার।
৫) নীলাভ সবুজ শৈবাল কোন রাজ্যের জীব?
উত্তর: মনেরা।
৬) প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত কোনটি?
উত্তর: ডায়াটম।
৭) মাশরুমের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত?
উত্তর: কাইটিন।
৮) কেভলিয়ার স্মিথ জীবজগৎকে মোট কয়টি রাজ্যে ভাগ করেছেন?
উত্তর:৬ রাজ্যে।
দ্বিতীয় অধ্যায়: জীবকোষ ও টিস্যু
১) আদিকোষে পাওয়া যায় কোনটি?
উত্তর: রাইবোজোম।
২) আদিকোষী জীবের উদাহরণ?
উত্তর: ব্যাকটেরিয়া।
৩) জনন মাতৃকোষের বিভাজন হয় কোন পদ্ধতিতে ?
উত্তর: মিয়োসিস পদ্ধতিতে।
৪) দেহকোষের ক্রোমেজোমের সংখ্যা জননকোষের কতগুন?
উত্তর: দ্বিগুন।
৫) মাতৃ ও পিতৃ জননকোষ মিলিত হয়ে প্রথম যে কোষ গঠন করে তার নাম কি?
উত্তর: জাইগোট।
৬) ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কি দিয়ে গঠিত?
উত্তর: লিপিড ও প্রোটিন।
৭) কোষের ভেতরের থকথকে, অর্থস্বচ্ছ জেলীর ন্যায় বস্তুর নাম কি?
উত্তর: প্রোটোপ্লাজম।
৮) মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করেন?
উত্তর: বেনডা।
৯) কোনটিতে সেন্ট্রিওল পাওয়া যায়?
উত্তর: ছত্রাক।
১০) সিস্টারনি ভেসিকল দিয়ে কোন অঙ্গাণুটি গঠিত?
উত্তর: গলজি বস্তু।
১১) নিউক্লিয়ার ঝিল্লী কী দিয়ে গঠিত ?
উত্তর: প্রোটিন ও লিপিড।
১২) ক্রোমোপ্লাস্টের বর্ণকণিকা হলো ?
উত্তর: ক্যারোটিন, জ্যান্থোফিল, ফাইকোসায়ানিন।
১৩) লিউকোপ্লাস্টের অবস্থান ও কাজ কি?
উত্তর: মূলে অবস্থান করে, খাদ্য সঞ্চয় করে।
১৪) দেহের আকার গঠন ও অস্থি বৃদ্ধি করে কোন কোষ?
উত্তর: অস্থিকোষ।
১৫) উদ্ভিদদেহে দৃঢ়তা প্রদান করে কোন টিস্যু ?
উত্তর: কোলেনকাইমা।
১৬) স্কে্লেনকাইমা কোষগুলি কয় ধরনে?
উত্তর: ২ ধরনের।
১৭) জাইলেম টিস্যু কয় প্রকার?
উত্তর: ২ প্রকার।
১৮) ট্রাকিড কোষের প্রাচীরে কী জমা হয়?
উত্তর: লিগনিন।
১৯) কোনটিকে বাস্ট ফাইবার বলে?
উত্তর: পাটের আশ।
২০) প্যারেনকাইমা কোষের কাজ কি কি?
উত্তর: খাদ্য পরিবহন করা, দেহ গঠন করা, খাদ্যদ্রব্য সঞ্চয় করা।
২১) স্কোয়ামাস আবরণী টিস্যুর কাজ কি?
উত্তর: ছাকন।
২৩) মেরুদন্ডী প্রাণিদের ত্বকে কোন ধরনের টিস্যু থাকে?
উত্তর: স্ট্রাটিফাইড আবরণী টিস্যু।
২৪) অস্থিকে দৃঢ়তা প্রদান করে কোনটি?
উত্তর: ক্যালসিয়াম।
২৫) রক্তের তরল অংশে কতভাগ পানি থাকে?
উত্তর: ৯১-৯২%
২৬) রক্তের ঈষৎ হলুদাভ রঙের তরল অংশে কত ভাগ জৈব ও অজৈব পদার্থ থাকে?
উত্তর: ৮-৯ %
২৭) টনসিল কোন তন্ত্রের অংশ ?
উত্তর: ।
No comments:
Post a Comment