Tuesday, January 18, 2022

অ্যামিবা ( Amoeba) এক অমর প্রাণীর উপ্যাখ্যান

      • অ্যামিবা (Amoeba)

অ্যামিবা (Amoeba) : প্রোটিস্টা (Protista) রাজ্যের সদস্য অ্যামিবা এককোষী প্রাণী।  এদের দেহ ক্ষুদ্রাকার। অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। এরা প্রয়োজনে দেহের আকার পরিবর্তন করে থাকে। এদের দেহ থেকে আঙ্গুলের মতো তৈরি অভিক্ষেপকে ক্ষণপদ (Pseudo-pods) বলে। ইংরেজি ভাষায় Pseudo অর্থ False বা মিথ্যা । তাই Pseudo-pods এর আরেকটি নাম বলা যায় মিথ্যা পা। আর বাংলা ক্ষণপদের অর্থ ক্ষণিক বা অল্প সময়ের জন্য তৈরী পা।  এর সাহায্যে অ্যামিবা খাদ্যগ্রহণ ও চলাচল করে। এদের দেহে পানিগহ্বর, খাদ্যগহ্বর ও সংকোচন গহ্বর থাকে। এদের সারাদেহ একটি পাতলা ও স্বচ্ছ পর্দা দ্বারা ঘেরা থাকে । একে প্লাজমালেমা বলা হয়। অ্যামিবা পানিতে, স্যাতস্যাতে মাটিতে, পুকুরের তলার পচা জৈব আবর্জনার মধ্যে জন্মে।

চিত্র: অ্যামিবা ( Amoeba)


অ্যামিবাকে কেন অমর প্রাণি বলা হয়?

অ্যামিবা দ্বি-বিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। প্রথমে এদের দেহের নিউক্লিয়াস লম্বা হয়ে দুটি ভাগে ভাগ হয়ে যায় এর পর এদের দেহের সাইটোপ্লাজম দুই ভাগে বিভক্ত হয়ে দুটি অপত্য বা নতুন অ্যামিবার সৃষ্টি হয়। দেহের সমস্ত উপাদান দুটি ভাগে বিভক্ত হয়ে দুটি নতুন অ্যামিবায় পরিণত হয়। এভাবে একটি অ্যামিবা দুটো অ্যামিবায় পরিণত হয়। আর দুটি অ্যামিবা থেকে চারটি অ্যামিবায় পরিণত হয়। এই পদ্ধতির বংশবৃদ্ধির প্রক্রিয়াকে অযৌন জনন পদ্ধতি বলে। যেহেতু অ্যামিবা পরিণত বয়সে একটি দেহ দুটো দেহে পরিণত হয় এবং অ্যামিবাদের স্বাভাবিক কোন মৃত্যু হয় না এজন্য অ্যামিবাকে অমর প্রাণি বলা হয় । এ ঘটনাকে অ্যামিবার অমরত্ব ( Amoeba's Immortality) বলা হয়।

চিত্র: অ্যামিবা (Amoeba) এর দ্বি-বিভাজন প্রক্রিয়া


বেশিরভাগ প্রাণিই যেখানে বৃদ্ধ হয়ে মারা যায় এমিবা সেখানে ব্যতিক্রম । এরা বৃদ্ধ হয় না । এরা স্বাভাবিকভাবে মারা যায় না। তবে স্বাভাবিক মৃত্যু না হলেও অ্যামিবা খাদ্যের অভাবে, প্রতিকূল পরিবেশে কিংবা অধিক তাপমাত্রায় মারা যায়।

No comments:

Post a Comment