Sunday, April 25, 2021

বিজ্ঞানী রবার্ট কখ ( Robert Koch)

 


 

 

 

 

 

বিজ্ঞানী রবার্ট কখ  ( Robert Koch)

 জার্মানিতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯০৫ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পান। যক্ষা বা Tuberculosis (TB) একটি মারাত্মক অসুস্থতা । বিশেষ করে  এই রোগ ফুসফুসের টিস্যুকে আক্রমণ করে। বিজ্ঞানী রবার্ট কচ অনুজীবদের মাধ্যমে সৃষ্ট রোগ সম্পর্কে ব্যাপক গবেষণা করেন। ১৯৮২ সালে যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া আবিষ্কার করেন এবং এর বিস্তারিত বিবরণ তুলে ধরেন।এ জন্য তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন।

No comments:

Post a Comment