ছবির উৎস উইকিপিডিয়া
জোসেফ জন থমসন (Joseph John Thomson)
ক্ষুদ্র কণা পরমানু্র মধ্যদিয়ে যে বিদ্যুৎ পরিবহন ঘটে সে সম্পর্কে সর্বপ্রথম জানা যায় ১৯৩০ সালে । ১৮৯০ সালে জে জে থমসন চৌম্বকের সাহায্যে চার্জিত, গ্যাসের কণার চলার পথকে প্রভাবিত করেন। ১৮৯৭ সালে তিনি দেখান যে, ক্যাথোড রশ্মি ইলেকট্রন কণার সমন্বয়ে গঠিত এবং এই ইলেকট্রনই মূলত বিদ্যুৎ পরিবহন করে।আর ইলেকট্রন পরমাণু অংশ। এই আবিষ্কারের জন্য জে জে থমসন ১৯০৬ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
No comments:
Post a Comment