Thursday, April 29, 2021

বিজ্ঞানী গ্যাব্রিয়েল লিপম্যান (Gabriel Lippmann)

গ্যাব্রিয়েল লিপম্যান (Gabriel Lippmann) ১৯০৮ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। ১৮৪৫ সালে লুক্সেমবার্গে জন্মগ্রহণ করেন। ১৯২১ সালে আটলান্টিক মহাসাগরে দুর্ঘটনায় নিহত হন। তিনি রঙিন ছবি তোলার কৌশল আবিষ্কার করেন। ১৯ শতকে সাদা কালো ছবি তোলার কৌশল আবিষ্কার হয়। ১৮৯০ সালে গ্যাব্রিয়েল লিপম্যান রঙিন ছবি তোলার কৌশল আবিষ্কার করেন।

No comments:

Post a Comment