Thursday, April 29, 2021

বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড (Ernest Rutherford)

 


 

আর্নেস্ট রাদারফোর্ড (Ernest Rutherford) 

 তিনি ১৯০৮ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। ১৮৭১ সালে নিউজিল্যান্ডে জন্ম গ্রহন করেন। ১৮৯৬ সালে তেজস্ক্রিয়তা আবিষ্কার হ‌ওয়ার পর তিনি আরো গভীরভাবে গবেষণা শুরু করেন। ১৮৯৯ সালে রাদারফোর্ড মত প্রকাশ করেন যে, কমপক্ষে দুই ধরনের রেডিয়েশন রয়েছে।আলফা রেডিয়েশন,বিটা রেডিয়েশন। তিনি আবিষ্কার করেন তেজস্ক্রিয়তার কারণে গ্যাস উৎপন্ন হয়। ফেড্রিক সোডির সাথে কাজ করে তিনি মত প্রকাশ করেন যে, তেজস্ক্রিয়তা হতে হিলিয়াম গ্যাস উৎপন্ন হয়। ১৯০২ সালে তারা যুগান্তকারী এক তত্ত্ব আবিষ্কার করেন, এটি হলো তেজস্ক্রিয় যৌগ ভেঙ্গে অন্য যৌগে রুপান্তরিত হয়।

No comments:

Post a Comment