1. Cat fish কাকে বলে ? উদাহরণ দেন?
উত্তর: Siluriformes বর্গের অন্তর্গত মাছ যাদের মুখে বিড়ালের গোফের মত বার্ব থাকে তাদেরকে ক্যাট ফিস (Catfish) বলে। যেমন শিং, মাগুর, গোলশা, পাবদা ইত্যাদি।
উদাহরণ:
মাগুর (বৈজ্ঞানিক নাম: Clarias batrachus)
শিং ( বৈজ্ঞানিক নাম: Heteropneustes fossilis )
2. লোনা ও মিঠা পানির চিংড়ির পার্থক্য বলেন?
উত্তর: স্বাদু বা মিঠা পানিতে গলদা চিংড়ি পাওয়া যায় এবং লোনা পানিতে বাগদা চিংড়ি পাওয়া যায়।
গলদা চিংড়ির বৈজ্ঞানিক নাম: Macrobrachium rosenbergii
ইংরেজিতে গলদা চিংড়িকে Giant prawn বলা হয়।
বাগদা চিংড়ির বৈজ্ঞানিক নাম: Penaeus monodon
ইংরেজিতে বাগদা চিংড়িকে Shrimp বলা হয়।
3. লোনা ও মিঠা পানির চিংড়ির বৈজ্ঞানিক নাম বলুন ?
উত্তর: গলদা চিংড়ির বৈজ্ঞানিক নাম: Macrobrachium rosenbergii
বাগদা চিংড়ির বৈজ্ঞানিক নাম: Penaeus monodon
4. কুমিরের বৈজ্ঞানিক নাম বলুন ?
উত্তর: স্বাদুপানির কুমির (mugger crocodile) (বৈজ্ঞানিক নাম: Crocodylus palustris)
5. মানুষ কেন শ্রেষ্ঠ প্রাণি ?
6. Introduce Yourself ?
Thank you Sir for giving me an opportunity to describe myself. I came from Sarishabari, Jamalpur. I am Abdul Jubber. My father name is Abdus Salam and my mother name is Jarina Begum. I passed SSC and HSC from Pingna High School and Pingna Sujat Ali College, Sarishabari. Jamalpur respectively. I have completed my Graduation and Post Graduation in Zoology from Ananda Mohan College under National University. I love gardening and want to learn something for better Self-development.
7. প্রাণি বিদ্যার জনক কে ? এরিস্টটল কোন দেশের নাগরিক ? তার লিখিত একটি বইয়ের নাম বলুন ?
= এরিস্টটর গ্রীসে জন্ম গ্রহণ করেন। পলিটিকস তার লেখা বই।
8. বলুন তো , পৃথিবীর প্রথম প্রাণি কারা ?
উত্তর: প্রোটোজোয়ানদের প্রথম প্রাণি বলা হয় । এরা একটি মাত্র কোষের মাধ্যমে দেহের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে। যেমন, অ্যামিবা, ব্যাকটেরিয়া।
9. বিবর্তন সম্পর্কে ল্যামার্কে মতবাদ বলুন?
উত্তর: ল্যামার্কের মতবাদ অনুযায়ী জীব তার পরিবেশের সাথে নিজেকে উপযোগী করে তোলার জন্য কোন অঙ্গকে ধারাবাহিক ক্রমাগত ব্যবহার করে । ফলে কোন অঙ্গ সবল ও সক্রিয় এবং ব্যবহার না করার কারণে কোন অঙ্গ নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়। পরবর্তিতে বিবর্তন ধারায় বংশ পরম্পরায় অর্জিত বৈশিষ্ট্যসমূহ সঞ্চালিত হয় যা জীবে নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি করে । যেমন, জিরাফের লম্বা গলা।
10. গিনিপিগ এর সংবহনতন্ত্র সম্বন্ধে বলুন?
11. ম্যানগ্রোভ বনের প্রধান বৈশিষ্টগুলো বলূন?
উত্তর: যে বনের অধিকাংশ এলাকা জোয়ার-ভাটার কারণে সমুদ্রের লোনা পানি দ্বারা নিমজ্জিত হয় তাকে ম্যানগ্রোব বন বলে। বাংলাদেশের ম্যানগ্রোভ বন সুন্দরবন। সুন্দরী, গড়ান, কেওড়া, ধুন্দল, বাইন এ বনের প্রধান বৃক্ষ।
এ বনের প্রধান বৈশিষ্টগুলো হলো:
১) শ্বাসমূল: লবনাক্ত পানিতে শ্বাস নিতে অসুবিধা হয় বলে এক বিশেষ ধরনের মূল মাটির উপরে বেরিয়ে আসে । এ মূলকে শ্বাসমূল বলে।
২) ঠেসমূল: জোয়ার-ভাটার পানিতে জলস্রোতে কাদা মাটিতে নিজেকে সোজা রাখতে ঠেসমূল সৃষ্টি হয়।
৩) চিরহরিৎ অরণ্য: এ বনের উদ্ভিদের পাতা সারা বছর সবুজ থাকে।
12. প্রাণিকোষ ও উদ্ভিদ কোষের প্রধান পার্থক্য কি ?
=উদ্ভিদকোষে প্লাস্টিড আছে, প্রাণিকোষে প্লাস্টিড নেই।
13. চা- তে কি ভিটামিন থাকে ?
উত্তর: চা - তে ভিটামিন বি কমপ্লেক্স থাকে । এছাড়া গ্রিন-টি তে ভিটামিন সি থাকে।
14. ফল পাকলে রং পরিবর্তন হয় কেন ?
উত্তর: ক্লোরোফিল নষ্ট হতে থাকলে ফলের রঙেরও পরিবর্তন শুরু হয়। যেসব ফলে ক্লোরোফিল কমার সঙ্গে সঙ্গে ক্রমোপ্লাস্টের জ্যান্থফিল বাড়তে থাকে, সেসব ফল পাকলে হলুদ দেখায়। কারণ জ্যান্থফিল হলুদ বর্ণের রঞ্জক পদার্থ। আবার যদি ক্যারোটিন বা লাইকোপিন বেশি থাকে, সে ক্ষেত্রে ফলের রং হবে কমলা বা লাল।
15. ডিমে কি কি ভিটামিন থাকে ?
উত্তর: ডিমে থাকে : ভিটামিন এ
ভিটামিন ডি
ভিটামিন ই
ভিটামিন বি ১২
16. মাছের মুখের দাড়ির কাজ কি ?
17. মাছ কাকে বলে ?
উত্তর: মাছ হচ্ছে শীতল রক্তবিশিষ্ট মেরুদণ্ডী প্রানী। যারা ফুলকার সাহায্যে শ্বাস-প্রশ্বাস নেয় এবং পাখনার সাহায্যে চলাফেরা করে, তাকে মাছ বলে।
No comments:
Post a Comment