Thursday, August 4, 2022

বাংলা থেকে ইংরেজি অনুবাদ Chapter: Article

বাংলা থেকে ইংরেজী অনুবাদ

সহজভাবে ইংরেজী গ্রামার আলোচনা

Article

কোন word এর প্রথম অক্ষর Consonant হলে তার পূর্বে A বসে এবং vowel (a, e, I, o, u) হলে তার পূর্বে An বসে। এটিই হচ্ছে Article এর মূল নিয়ম। নিয়মগুলো শব্দের উচ্চারণের উপর নির্ভর করে তৈরী হয়েছে।

§  রফিকের একটি জামা আছে।

= Rafiq has a shirt. (s consonant তাই ‍a হয়েছে)

§  নজরুল বড় কবি ছিলেন।

= Nazrul was a great poet.

§  মেয়েটি একটি গান গেয়েছিল।

= The girl sang a song.

§  পাট একটি অর্থকরী ফসল।

= Jute is a cash crop.

§  ইহা একটি গুরুত্বপূর্ণ বই।

= It is an important book.

§  সে একটি কমলা নিল।

= He took an orange.

§  শিশুটি একটি ডিম ভাঙল।

= The baby broke an egg.

§  সে একটি অলস ছেলে।

= He is an idle boy.

 

ব্যতিক্রম নিয়মগুলো উপরের বেসিক নিয়মটি মেনে চলে। এসব ক্ষেত্রে শব্দের প্রথম অক্ষর consonant থাকলেও উচ্চারণ হয় vowel এর মত । আবার প্রথম অক্ষর vowel হলেও উচ্চারণ হয় consonant এর মত ।

 

§  তার বাবা একজন সৎ কর্মকর্তা।

= His father is an honest officer.

এখানে উচ্চারন onest তাই an হয়েছে।

§  রহিম একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

= Rahim is a university student.

University শব্দে U এর উচ্চারণ  you এর মত । y এর আগে A বসে তাই  university শব্দের আগে A বসেছে ।

§  আমি একজন ইউরোপীয়ানকে দেখলাম।

= I saw a European. (এক্ষেত্রে eu এর উচ্চারন you এর মত)

§  লোহা একটি প্রয়োজনীয় ধাতু।

= Iron is a useful metal. (এক্ষেত্রে u এর উচ্চারন you এর মত)

 

§  তার মা একজন এম. এ ।

= His mother is an MA. (এক্ষেত্রে M এর উচ্চারন am এর মত। a এর আগে an বসে তাই MA এর আগে an হয় )

§  সে একটি ভেড়া কিনিল।

= He bought a ewe. (এক্ষেত্রে ew এর উচ্চারন you এর মত)

§  আমি এক ঘন্টা পর যাব।

= I shall go after an hour. (এক্ষেত্রে hour এর উচ্চারন our এর মত)

§  তার পিতা একজন ঐতিহাসিক ছিলেন।

= His father was an historian.

§  সবাই সৎ লোককে পছন্দ করে ।

= Everybody likes an honest man. (এক্ষেত্রে honest এর উচ্চারন onest এর মত)

§  বৃদ্ধ লোকটির একজন ওয়ারিশ আছে।

= The old man has an heir. (এক্ষেত্রে heir এর উচ্চারন eir এর মত)

§  আমার একটি ছাতার প্রয়োজন।

= I need an umbrella. (এক্ষেত্রে um এর উচ্চারন aam এর মত)

§  আমি একজন এক চক্ষু বিশিষ্ট ভিক্ষুক দেখলাম।

= I saw a one eyed beggar. (এক্ষেত্রে one এর উচ্চারন wan এর মত)

§  তিনি আমাকে এক টাকার একটি নোট দিলেন।

= He gave me a one taka note.

No comments:

Post a Comment