Wednesday, March 9, 2022

প্রশ্ন: উদাহরণসহ Cannibalism ও Commensalism এর সংজ্ঞা দিন।

 প্রশ্ন:  উদাহরণসহ Cannibalism  ও  Commensalism  এর সংজ্ঞা দিন।

উত্তর:কমেনসেলিজম ( Commensalism) এখানে দুটি প্রাণী একে অপরের সাথে নিবিড় সম্পর্ক বজায় রেখে বসবাস করে এবং কমপক্ষে একটি প্রজাতি অপর প্রজাতির নিকট থেকে উপকৃত হয় তবে অন্য প্রজাতির কোন উপকার বা কোন ক্ষতি হয় না। যেমন- তিমির পিঠে বারনাকল হাঙ্গরের পেটের নিচে Remora মাছ তার চোষক দ্বারা সংযুক্ত অবস্থায় জীবনযাপন করে। শেষোক্ত ক্ষেত্রে হাঙ্গর যখন খাদ্য খায় তথন পিছনের দিকে সরে যাওয়া ছিন্ন ভিন্ন  বা উচ্ছিষ্ট অংশ Remora মাছ খাদ্য হিসেবে গ্রহণ করে। বেশ কিছু  Protozoa, Escherichia coli ব্যাক্টেরিয়া মানুষের অন্ত্রে থেকে অভ্যন্তরীণ সহাবস্থানগত সম্পর্ক স্থাপন করে। এখানে মানুষের কোন ক্ষতি হয় না।কিন্তু ব্যাকটেরিয়ার জীবনধারণ স্বাভাবিক থাকে অর্থাৎ ব্যাকটেরিয়া উপকৃত হয়।

এ ক্ষেত্রে সহযোগীদের মধ্যে একজন মাত্র উপকৃত হয়। অন্য সহযোগী সদস্য উপকৃত না হলেও কখনো ক্ষতিগ্রস্থ হয় না।যেমন, রোহিণী উদ্ভিদ ( apophyte)  মূলের সাহায্যে নিজেকে মাটিতে আবদ্ধ করে এবং অন্য বড় উদ্ভিদকে আরোহণ করে উপরে উঠে। এরূপে অন্য বৃক্ষের উপর প্রসারিত হয়ে বেশি পরিমাণে আলো গ্রহণ করে। কাষ্ঠল লতা খাদ্যের জন্য আশ্রয়কারী উদ্ভিদের উপর নির্ভর করে না এবং তার কোন ক্ষতিও করে না। পরাশ্রয়ী উদ্ভিদ বায়ু থেকে খাদ্য সংগ্রহ করে, কিন্তু আশ্রয়দাতার কোন ক্ষতি করে না। শৈবাল অন্য উদ্ভিদের ভিতরে আশ্রয় নিয়ে বসবাস করে। কিন্তু আশ্রয়দাতার কোনো ক্ষতি করে না।

Cannibalism : একই প্রজাতির সদস্যদ্বারা অন্য সদস্য শিকারকে Cannibalism বলে। উদাহরণসরূপ পুরুষ সিংহ আধিপত্য বিস্তারের জন্য অন্য পুরুষ সদস্যকে হত্যা এমনকি খেয়েও ফেলতে পারে।


No comments:

Post a Comment