Tuesday, October 12, 2021

সন্ধি

 সন্ধি

১) তন্মধ্যে = ত‌ৎ + মধ্যে।

২) শুভেচ্ছা = শুভ + ইচ্ছা ।

৩) যথেষ্ট = যথা + ইষ্ট ।

৪) পরমেশ = পরম + ঈশ ।

৫)মহেশ = মহা + ঈশ ।

৬) সূর্যোদয় = সূর্য+ উদয়।

৭) যথোচিত = যথা + উচিত ।

৮) গৃহ + ঊর্ধ্ব = গৃহোর্ধ্ব।

৯) গঙ্গা + ঊর্মি = গঙ্গোর্মি।

১০) দেব + ঋষি = দেবর্ষি।

১১) মহা + ঋষি = মহর্ষি।

১২) শীত + ঋত = শীতার্ত।

১৩) তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত।

১৪) জন + এক = জনৈক।

১৫) সদা + এব = সদৈব

১৬) মত + ঐক্য = মতৈক্য।

১৭) মহা + ঐশ্বর্য = মহৈশ্বর্য।

১৮) বন + ওষধি = বনৌষধি।

১৯) মহা + ওষধি = মহৌষধি।

২০) পরম + ঔষধ = পরমৌষধ।

২১) মহা + ঔষধ = মহৌষধ।

২২) অতি + ইত = অতীত।

২৩) ইতি + আদি = ইত্যাদি।

২৪) অতি + উক্তি = অত্যুক্তি।

২৫) প্রতি + ঊষ = প্রত্যূষ

২৬) মসী + আধার = মস্যাধার।

২৭) প্রতি + এক = প্রত্যেক।

২৮) নদী + অম্বু = নদ্যম্বু।

২৯) মরু + উদ্যান = মরূদ্যান।

৩০) বহু + ঊর্ধ্ব = বহূর্ধ্ব।

৩১) বধূ + উৎসব = বধূৎসব।

৩৩) ভূ + ঊর্ধ্ব = ভূর্ধ্ব।

৩৪) সু + অল্প = স্বল্প।

৩৫) সু + আগত = স্বাগত।

৩৬) অনু + ইত = অন্বিত।

৩৭) তনু + ঈ = তন্বী।

৩৮) অনু + এষণ = অন্বেষণ।

৩৯)নে + অন = নয়ন

৪০) শে + অন = শয়ন

৪০) নৈ + অক = নায়ক।

৪১) গৈ + অক = গায়ক।

৪২) পো + অন = পবন

৪৩) লো + অন = লবণ

৪৪) পৌ + অক = পাবক।

৪৫) গো + আদি = গবাদি।

৪৬) গো + এষণা = গবেষণা।

৪৭) পো + ইত্র = পবিত্র।

৪৮) নৌ + ইক = নাবিক।

৪৯) ভৌ + উক = ভাবুক।

৫০) কুল + অটা = কুলটা।

৫১) গো + অক্ষ = গবাক্ষ।

৫২) প্র + ঊঢ় = প্রৌঢ়।

৫৩) অন্য + অন্য = অন্যান্য।

৫৪) মার্ত + অন্ড = মার্তন্ড।

৫৫) শুদ্ধ + ওদন = শুদ্ধোদন।

৫৬) দিক্ + অন্ত = দিগন্ত।

৫৭) ণিচ্ + অন্ত = ণিজন্ত।

৫৮) ষট্ + আনন = ষড়ানন।

৫৯) তৎ + অবধি = তদবধি।

৬০) সুপ্ + অন্ত = সুবন্ত।

৬১) এক + ছত্র = একচ্ছত্র।

৬২) কথা+ ছত্র = কথাচ্ছলে।

৬৩) পরি + ছদ‌ = পরিচ্ছদ।

৬৪) সৎ + চিন্তা = সচ্চিন্তা।

৬৫) উৎ + ছেদ = উচ্ছেদ।

৬৬) বিপদ + চয় = বিপচ্চয়।

৬৭) বিপদ + ছায়া = বিপচ্ছায়া।

৬৮) সৎ + জন = সজ্জন।

৬৯) বিপদ + জাল = বিপজ্জাল।

৭০) কুৎ + ঝটিকা = কুজ্ঝটিকা।

৭১) উৎ + শ্বাস = উচ্ছ্বাস।

৭২) উৎ + ডীন‌ = উড্ডীন।

৭৩) উৎ + হার = উদ্ধার।

৭৪) পদ্ + হতি = পদ্ধতি।

৭৫) উৎ + লাস = উল্লাস।

৭৬) বাক্ + দান = বাগদান।

৭৭) ষট্ + যন্ত্র = যড়যন্ত্র।

৭৮) উৎ + ঘাটন = উদঘাটন।

৭৯) উৎ + যোগ = উদ্যোগ।

৮০) উৎ + বন্ধন = উদ্বন্ধন।

৮১) তৎ + রূপ = তদ্রুপ।

৮২) দিক্ + নির্ণয় = দিগ্ নির্ণয়।

৮৩) তৎ + মধ্যে = তদ্ মধ্যে, তন্মধ্যে।

৮৪) শম্ + কা = শঙ্কা।

৮৫) সম্ + চয় = সঞ্চয়।

৮৬) সম্ + তাপ = সন্তাপ।

৮৭) সম্ + বাদ = সংবাদ।

৮৮) সম্ + রক্ষণ = সংরক্ষণ।

৮৯) সম্ + লাপ = সংলাপ।

৯০) সম্ + শয় = সংশয়।

৯১) সম্‌‌ + সার = সংসার।

৯২) সম্ + হার = সংহার।

৯৩) সম্ + রাট = সম্রাট।

৯৪) যাচ্ + না = যাচঞা।

৯৫) রাজ + নী = রাজ্ঞী।

৯৬) যজ্ + ন = যজ্ঞ।

৯৭) তদ্ + কাল = তৎকাল।

৯৮) ক্ষুদ্ + পিপাসা = ক্ষুৎপিপাসা।

৯৯) বিপদ্ + সংকুল = বিপৎসংকুল।

১০০) কৃষ্ + তি = কৃষ্টি।

১০১) ষষ্ + থ = ষষ্ঠ।

১০১) উৎ + স্থান = উত্থান।

১০২) সম্ + কার = সংস্কার।

১০৩) উৎ + স্থাপন = উত্থাপন।

১০৪) সম্ + কৃত = সংস্কৃত।

১০৫) পরি + কার = পরিষ্কার।

১০৬) আ + চর্য = আশ্চর্য।

১০৭) গো + পদ = গোষ্পদ।

১০৮) বন্‌+ পতি = বনস্পতি।

১০৯) বৃহৎ + পতি = বৃহস্পতি।

১১০) তৎ + কর = তস্কর।

১১১) পর + পর = পরস্পর।

১১২) মনস্ + ঈষা = মনীষা।

১১৩) ষট্ + দশ = ষোড়শ।

১১৪) এক + দশ = একাদশ।

১১৫) পতৎ + অঞ্জলি = পতঞ্জলি।

১১৬) ততঃ + অধিক = ততোধিক।

১১৭) তিরঃ + ধান = তিরোধান।

১১৮) মনঃ + রম = মনোরোম।

১১৯) তপঃ + বন = তপোবন।

১২০) অন্তঃ+ গত = অন্তর্গত।

১২১) অন্তঃ + ধান = অন্তর্ধান।

১২২) পুনঃ+ আয় = পুনরায়।

১২৩) পুনঃ+ উক্ত = পুনরুক্ত‌।

১২৪) অহঃ + অহ = অহরহ।

১২৫) নিঃ + আকার = নিরাকার।

১২৬) আশীঃ+ বাদ = আশীর্বাদ।

১২৭) দুঃ + যোগ = দুর্যোগ।

১২৮) নিঃ + রব = নীরব।

১২৯) নিঃ + রস = নীরস।

১৩০) নিঃ + চয় = নিশ্চয়।

১৩১) শিরঃ + ছেদ = শিরশ্ছেদ।

১৩২) ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার।

১৩৩) নিঃ + ঠুর = নিষ্ঠুর।

১৩৪) দুঃ + তর = দুস্তর।

১৩৫) দুঃ + থ = দুস্থ।

১৩৬) নমঃ + কার = নমস্কার।

১৩৭) পদঃ + খলন = পদস্খলন।

১৩৮) নিঃ + কর = নিষ্কর।

১৩৯) দুঃ + কর = দুষ্কর।

১৪০) মনঃ + কষ্ট = মনঃকষ্ট।

১৪১) প্রাতঃ + কাল = প্রাতঃকাল।

১৪২) শিরঃ + পীড়া = শিরঃপীড়া।

১৪৩) বাচঃ + পতি = বাচস্পতি।

১৪৪) ভা + কর = ভাস্কর।

১৪৫) অহঃ + নিশা = অহর্নিশ।

১৪৬) ভজ্ + ত = ভক্ত।

১৪৭) পর্যন্ত= পরি + অন্ত।

১৪৮) স্বেচ্ছা= স্ব + ইচ্ছা ।

১৪৯) বোধোদয় = বোধ + উদয়।

১৫০) প্রতীতি = প্রতি + ইতি।

১৫২) ব্যর্থ = বি + অর্থ।

১৫৩) পরি +ঈক্ষা = পরীক্ষা।

১৫৪) সতী + ইন্দ্র = সতীন্দ্র।

১৫৫) সতী + ঈশ = সতীশ।

১৫৬) অতি + অন্ত = অত্যন্ত।







No comments:

Post a Comment