Thursday, August 19, 2021

চাকরির প্রস্তুতি

 ******গুরুত্বপূর্ণ প্রশ্ন*******

১) একটি অপূর্ণ বাক্যের পরে একটি পূর্ণ বাক্যের অবতারণা করা হলে -----কোলন বসে।

২) ইমন প্রত্যয় আছে --নীলিমা শব্দে।

৩) চাহিদা শব্দটি ---পাঞ্জাবি ।

৪) যে নারীর স্বামী ও পুত্র নেই -- অবীরা।

৫) A disease that is transmitted to people through the environment is known as -- Infectious

6) Eight men were concerned in the plot.

7) all in - very tired

8)  succumb means submit

৯) বার্লিন প্রাচীরের পতন হয় - ৯ নভেম্বর, ১৯৮৯ সালে।

১০) বাংলাদেশে প্রথম চা উ‌‌ৎপাদন শুরু হয়- ১৮৪০ সালে।

১১) ম‌ওলনা আব্দুল হামিদ খান ভাসানী জন্মগ্রহণ করেন- সিরাজগঞ্জে।

১২) রুশ বিপ্লবের নেতৃত্ব দানকারী দল - বলশেভিক পার্টি

১৩) ওয়াটার গেট কি?- বাণিজ্যিক ভবন।

১৪) বেলিজের পূর্ব নাম - ব্রিটিশ হুন্ডুরাস।

১৫) ফিলিস্তিনের তিনটি শহর -- রামাল্লা, নাবলুস, বেথেলহেম।

১৬) লালবাগ কেল্লা কে নির্মান করেন - সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম বাংলার সুবাদার থাকাকালীন এই মসজিদ নির্মাণ করেছিলেন ১৬৭৮-৭৯ খ্রিষ্টাব্দে।

১৭) ট্যানারী সাভার থেকে কোথায় স্থানান্তর করা হয়- পুরান ঢাকার হাজারিবাগ থেকে সাভারে স্থানান্তর করা হয়।

১৮) TIN এর পূর্ণ রূপ - Taxpayer's Identification Number

১৯) Bretton Woods Institutions এর অন্তর্ভুক্ত - IMF

২০) পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি -- সাগরে

২১) মুক্তিযুদ্ধ ভিত্তিক নভেল -- জীবন ও রাজনৈতিক বাস্তবতা

২২) কৃষি বিপ্লব সংঘটিত হয় --- ষোড়শ শতাব্দীতে

২৩) ভাষা দিবস ছিল -- ১১ মার্চ

২৪) সাবাস বাংলাদেশ এর নির্মিতা -- নিতুন কুন্ড

২৫) মেধা ভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষ ঘটে - চীন

২৬) জাতীয় জনসংখ্যা দিবস -- ২ ফেব্রুয়ারি

২৭) Global Vaccine Summit অনুষ্ঠিত হয় -- ৪ জুন, ২০২০

২৮) মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে -- ১৯ সেপ্টেম্বর, ২০২০

২৯) ভারতে সিভিল সার্ভিস দিবস পালিত হয়-- ২১ এপ্রিল

৩০) মার্কিন তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় --- ২৯ ফেব্রুয়ারি, ২০২০

৩১) শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় --- ১৯৮৫ সালে লুক্সেমবার্গে।

৩২) অনুকম্পা শব্দের ইংরেজি Clemency

৩৩) মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্পদের্ঘ্য চলচ্চিত্র - হুলিয়া

৩৪) বঙ্গবন্ধু ন্যাম সম্মেলনে অংশ নেয় - ১৯৭৩, আলজিয়ার্স

৩৫) ১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম -- জয় বাংলা

৩৬) The police were informed yesterday.

৩৭) ইউরোপের " Thirty years war" - এর সমাপ্তি ঘটে যে চুক্তির মাধ্যমে -- ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি,১৬৪৮

৩৭) জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি -- শিল্প

৩৮) ডিসেম্বর- ২০২০ এ অনুষ্ঠিত বাংলাদেশ- ভারত দ্বি-পাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে কয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় -- ৭টি।

৩৯) উদ্বাসন অর্থ বাসভূমি থেকে বিতাড়িত হ‌ওয়া।

৪০) বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য 

= ৫টি

৪১) কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয় ?

= বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের।

৪২) বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন করে হয় 

= ৭ মার্চ ১৯৭৩ 

৪৩) প্রান্তিক হৃদ কোথায়

= বান্দরবান 

৪৪) লাহোরে অনুষ্ঠিত ওআইসি শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু যোগদান করে 

= ২২-২৪ ফেব্রুয়ারি

৪৫) বঙ্গবন্ধুক জুলিও কুরি অ্যাওয়ার্ড প্রদান করা হয় 

- ২৩মে ১৯৭৩ 

৪৬) ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী 

= খাজা নাজিমউদ্দিন

৪৭) আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় 

= খাগড়াছড়ি 

৪৮) মুক্তিযুদ্ধকালে কোলকাতার ৮ , থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী কখন গঠন করা হয় 

= ১১ এপ্রিল, ১৯৭১ 

৪৯) কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য ন

= ৭ (খ)

৫০) সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয় 

= ৪র্থ 

৫১) কোন উপজাতিটির আবাস্থল ‘ বিরিশি; নেত্রকোনায়

= গারো

৫২) বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ভারসাম্য রক্ষা হয় 

= IMF –এর বেইল আউট প্যাকেজ

৫৩) বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন 

= সম্রাট পঞ্চম জর্জ

৫৪) পাকিস্তান কবে বাংলাদেশেকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে 

= ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪

৫৫) যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা দ্য ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (ডাব্লিউজেপি) গতকাল বুধবার ‘আইনের শাসন সূচক-২০২০’ শীর্ষক প্রতিবেদনে শীর্ষ দেশ 

= ডেনমার্ক 

৫৬)বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা ?

= জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাড 

৫৭) রোহিঙ্গা গণহত্যার রায়ে 

= চারটি নির্দেশনা

৫৮) রাশিয়ার সামরিক ঘাঁটি বিদ্যমান 

= উজবেকিস্তান

৫৯) ফিনল্যান্ড কলোনী ছিল 

= রাশিয়া

৬০) কলকাতা থেকে দিল্লিতে রাজধানী 

= ১৯১২

৬১) ডেমোক্রাটিক দলের মনোয়ন পেতে ডেলিগেট প্রয়োজন 

= ১৯৯১

৬২) মার্বেল কোন ধরনের শিলা 

= রুপান্তরিত 

৬৩) মধ্যম উচ্চতার মেঘ কোনটি ?

= স্ট্রেটাস 

৬৪) বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত?

= সুন্দরবনের দক্ষিণে

৬৫) বেঙ্গল ফ্যান ভূমিরুপটি কোথায় অবস্থিত?

= বঙ্গোপসাগরে 

৬৬) একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম 

= আইসোহাইট

৬৭) UDMC

= Union Disaster Management Committee

৬৮) গ্রাফিন কার বহুরুপী ?

= কার্বন 

৬৯) হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী 

= আর্টারি (ধমনী)

৭০) নদীর পানির ক্ষেত্রে কোনটি সঠিক 

COD> BOD  

৭১) পাথ ফাইন্ডার এর মঙ্গলে অবতরণ সাল 

= ১৯৯৭ সালের ৪জুলাই 

৭২) ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত?

= স্ট্রাটোস্ফিয়ারে 


No comments:

Post a Comment