Tuesday, May 4, 2021

জোহানেস ডেরকস ভ্যান ডার ওয়ালস (Johannes Diderik van der Waals)

জোহানেস ডেরকস ভ্যান ডার ওয়ালস (Johannes Diderik van der Waals) ১৯১০ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।১৮৩৭ সালে নেদারল্যান্ডস এ জন্মগ্রহণ করেন। গ্যাসীয় ও তরল অবস্থা সম্পর্কে তার সমীকরণের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন। আমাদের চারপাশের পদার্থগুলো তিনটি অবস্থা কঠিন, তরল , বায়বীয়। গ্যাসীয় পদার্থের আয়তন, চাপ ও তাপমাত্রা মধ্যে সম্পর্ক ১৭ শতাব্দীতে থেকেই আলোচিত বিষয়। ১৮৭৩ সালে ভ্যানডার ওয়ালস যে সমীকরণ প্রতিষ্ঠা করেন তা তরল ও বায়বীয় উভয় পদার্থের জন্য প্রযোজ্য।

No comments:

Post a Comment