Friday, May 7, 2021

বিজ্ঞানী থেলিস (৫৮৬-৬২৪ খৃ পূর্ব)

(ছবি উৎস উইকিপিডিয়া)

 বিজ্ঞানী থেলিস (৫৮৬-৬২৪ খৃ পূর্ব)

 তিনি সর্বপ্রথম কার্যকারণ ও যুক্তি ছাড়া শুধু ধর্ম,অতিন্দ্রীয় ও পৌরাণিক কাহিনী নির্ভর ব্যাখ্যা গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। কার্যকারন বলতে কেন ঘটে তার ব্যাখ্যা তিনি জানতে চাইতেন। অতিন্দ্রীয় বলতে তিনি আবেগ নির্ভর কোন ব্যাখ্যা তিনি মানতেন না । পৌরাণিক কাহিনী বা প্রাচীন কোন কাহিনীকে বিনা প্রশ্নে মেনে নিতেন না। থেলিস সূর্যগ্রহনের ভবিষ্যতবাণী করেছিলেন এবং লোডস্টোনের চৌম্বকধর্ম সম্পর্কে জানতেন। তাকে বিজ্ঞানের জনক বলা হয়।

No comments:

Post a Comment