Header Ads

Header ADS

বিজ্ঞানী নীলস রেবার্গ ফিনসেন

বিজ্ঞানী নীলস রেবার্গ ফিনসেন জন্ম ডেনমার্কে। বেড়ে উঠা আইসল্যান্ডে। ১৯৮২ সালে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনার জন্য কোপেনহেগেনে যান।
 নীলস ফিনসেন বিপাকীয় যক্ষা রোগে ভুগছিলেন। তিনি দূর্বল ও রোগা হয়ে গিয়েছিলেন। তিনি লক্ষ্য করলে যে আল্ট্রাভায়োলেট রশ্মি তাকে শক্তি যোগায়। তিনি চিকিৎসা বিজ্ঞানে আল্ট্রাভায়োলেট রশ্মির উপকারিতা সম্পর্কে অধ্যয়ন শুরু করলেন। যক্ষার চিকিৎসায় এই রশ্মি জনপ্রিয়তা অর্জন করলেও এন্টিবায়োটিক আবিষ্কার এর স্থান‌ দখল করে।

No comments

Powered by Blogger.